This Article is From Sep 19, 2019

রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার দাবিতে আদালতে সিবিআই

রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার দাবিতে আদালতে সিবিআই

রাজীব কুমারের (Rajeev Kumar) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার দাবিতে আদালতের দ্বারস্থ সিবিআই

কলকাতা:

সারদাকাণ্ডে (Saradah Scam) কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের (Rajeev Kumar) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার দাবিতে আলিপুর আদালতের দ্বারস্থ হল সিবিআই (CBI)। তদন্তকারী সংস্থার দাবি, বেশ কয়েকবার রাজীব কুমারকে চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে সহযোগিতা করার জন্য নোটিশ পাঠানো হলেও, হাজির হননি তিনি। আলিপুরের অতিরিক্ত বিচারবিভাগীয় মেজিস্ট্রেট সুব্রত মুখোপাধ্যায়কে সিবিআইয়ের আইনজীবী জানান, তদন্তে সহযোগিতা করছেন না রাজীব কুমার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা এডিজি সিআইডি রাজীব কুমারের আইনজীবী আদালতে বলেন, তিনি একজন সাক্ষী, অভিযুক্ত নন, ফলে এই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে না আদালত।

তদন্তে সহযোগিতা না করার অভিযোগ উড়িয়ে দিয়ে তাঁর আইনজীবী দাবি করেন, রাজীব কুমার পলাতন নন, এবং সিবিআইকে তিনি জানিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে পাওয়া যাবে না। সারদা কেলেঙ্কারির মামলা রুজু হয় আলিপুর আদালতে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.