This Article is From Nov 19, 2018

পিআরবি গ্রুপ ডি অ্যাডমিট কার্ড ২০১৮: অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এই পদ্ধতিতে

‘রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড’ বা পিআরবি গ্রুপ ডি কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) এর পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

পিআরবি গ্রুপ ডি অ্যাডমিট কার্ড ২০১৮: অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এই পদ্ধতিতে

পুরো পরীক্ষা শেষের পরে রেজাল্ট জানা যাবে

নিউ দিল্লি:

ভারতীয় রেলওয়ের ‘রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড' বা পিআরবি সেপ্টেম্বরে পিআরবি গ্রুপ ডি কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) এর পরীক্ষার আয়োজন করেছে। এখন থেকে শুরু করে আগামী পাঁচ দিনের মধ্যে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। যে প্রার্থীরা এই পরীক্ষার জন্য রেজিস্টার্ড করেছেন তারা বিআরবি-র চণ্ডীগর, কলকাতা, পাট‌না, মুম্বইস ব্যাঙ্গালোর, ভোপাল ও চেন্নাইয়ের ওয়েবসাইট থেকে লগ ইন করে অআডমিট কার্ড ডাউনলোড করতে পারেন।

পিআরবি গ্রুপ ডি এর সিবিটি-র রেজাল্ট জানা যাবে গোটা পরীক্ষা শেষ হওয়ার পরেই।

পিআরবি অবশ্য পিআরবি এএলপি এবং টেকনিশিয়াম পরীক্ষার রেজাল্ট নভেম্বরের প্রথম সপ্তাহে বার করেছে। পরে বোর্ড ফাইনাল উত্তরপত্র নিয়ে বিভ্রাটের জেরে রিভাইসড রেজাল্ট গ্রহণের কথা জানায়।

কী ভাবে ডাউনলোড করবেন:

গ্রুপ ডি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর পর ধাপগুলি দেখুন।

প্রথম ধাপ: পিআরবি-র অফিসিয়াল সাইটে যান। (direct links here). 

দ্বিতীয় ধাপ: হোমপেজের ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন ই কল লেটারের জন্য।

(নোট: সিইএন ০২/২০১৮-র প্রথম লিঙ্কটি। পিআরবি-র বিভিন্ন ওয়েবসাইটের জন্য লেআউট বিভিন্ন হতে পারে। আপনি কিন্তু সিইএন ০২/২০১৮-র লিঙ্কটিতেই শুধুমাত্র ক্লিক করবেন।

তৃতীয় ধাপ: এর পরে যে পেজটি খুলবে সেখানে আপনার ইউজার আইডি ও বার্থ ডেট দিন।

চতুর্থ ধাপ: সাবমিটে ক্লিক করুন।

পঞ্চম ধাপ: আপনার পিআরবি গ্রুপ ডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।

ডাউনলোডের পরে কার্ডে লেখা তথ্যগুলি মিলিয়ে দেখে নিন সঠিক আছে কিনা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইন সূত্রে খবর গাজা সাইক্লোনের জন্য যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেননি, বোর্ড তাদের জন্য নতুন তারিখ ঘোষণা করবে।

আরও চাকরির খবর পেতে এখানে দেখুন Jobs News

Click for more trending news


.