This Article is From Feb 28, 2019

RRB Group D Result 2019: যেকোনো সময় প্রকাশিত হতে পারে আর আর বি-র রেজাল্ট, বিস্তারিত জানুন

রেলওয়ে বোর্ড (Railway Recruitment Board) আজ গ্রূপ-ডি-র রেজাল্ট (RRB Group D Result) প্রকাশিত করতে পারে

RRB Group D Result 2019: যেকোনো সময় প্রকাশিত হতে পারে আর আর বি-র রেজাল্ট, বিস্তারিত জানুন

RRB Result 2019: আজ গ্রূপ-ডি -এর রেজাল্ট প্রকাশ করা হতে পারে

হাইলাইটস

  • প্রকাশিত হল আর আর বি-র রেজাল্ট
  • আর আর বি-র ওয়েবসাইটে দেখতে পাবেন
  • ১৭ ই নভেম্বর থেকে ১৭ ই ডিসেম্বর পর্যন্ত চলেছিল পরীক্ষা
নিউ দিল্লি:

রেলওয়ে বোর্ড (Railway Recruitment Board) আজ গ্রূপ-ডি-র রেজাল্ট (RRB Group D Result) প্রকাশিত করতে পারে। আর আর বি-এর আধিকারী NDTV -এ জানিয়েছে যে, গ্রূপ ডি-এর রেজাল্ট ২৮ ফেব্রুয়ারিতে প্রকাশিত হতে পারে (RRB Group D Result 2019), তবে এর আগে একটা নোটিফিকেশন প্রকাশ করা হবে। যদিও এখনও পর্যন্ত রেজাল্ট সম্পর্কিত কোনো রকম নোটিফিকেশন জারি করা সম্ভব হয়নি(RRB Group D Result Date 2019),তবে রেলওয়ে আগে থেকেই রেজাল্ট প্রকাশের ব্যাপারে যথেষ্ট দেরি করে ফেলেছে বহু পরীক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করে চলেছে। সেই কারণে, অনেকেই আর আর বি-র ওয়েবসাইট ইতিমধ্যে চেক করা শুরু করে ফেলেছে। আপনিও যদি চেক করতে চান তাহলে, আপনাকে রেজিস্ট্রেশন নম্বর ও নিজের জন্ম তারিখ দিয়ে সার্চ করতে হবে। মনে রাখবেন, ভর্তি বোর্ড নিজেদের সমস্ত ওয়েবসাইটে RRB NTPC -র সাথে সম্পর্কিত একটি সূচনা জারি করেছে। আর আর বি ওয়েবসাইটে যে তথ্য প্রদান করেছে, সে অনুসারে RRB NTPC -র পদে আবেদনের প্রক্রিয়া ৩ মার্চ থেকে শুরু হবে। আযে আজ থেকে অর্থাৎ ২৮ শে ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। রেলওয়ে গ্রূপ ডি-এর রেজাল্ট  (Group D Result) -এর কথা মাথায় রেখে আবেদন জমা করার প্রক্রিয়াকে এগিয়ে দেওয়া হয়েছে। এক টেকনিক্যাল এক্সপার্ট NDTV -কে জানিয়েছে যে, যদি গ্রুপ ডি-এর পরীক্ষা RRB NTPC-র আবেদন শুরু হওয়ার সাথে বা তার পরে প্রকাশিত করতে হয়, তবে ওয়েবসাইট প্রচন্ড ভাবে ক্র্যাশ হয়ে যাবে। কারণ ১ কোটি ১৭ লক্ষ প্রার্থী নিজেদের রেজাল্ট চেক করবে, সেই সাথে লক্ষাধিক প্রার্থী আবেদন করার জন্য ওয়েবসাইটের সাহায্য নেবে। এত বড়ো মাত্রায় ওয়েবসাইট ব্যবহারের ফলে তা ক্রাশ হয়ে যাওয়ার সম্ভবনা থেকেই যায়।

প্রার্থীরা গ্রুপ-ডি-র পরীক্ষার ফল, নিজেদের আঞ্চলিক আরআরবি ওয়েবসাইটে চেক করতে পারবে। আরআরবি-র সমস্ত ওয়েবসাইট নিচে দেওয়া হল: 

 

RRB Result 2019 কিভাবে চেক করবেন

স্টেপ 1: রেজাল্ট চেক করার জন্য নিজের অঞ্চলের ওয়েবসাইটে যান।  
স্টেপ 2: ওয়েবসাইটে দেওয়া (CEN 02/2018 Level 1) রেজাল্টের লিংকে ক্লিক করুন 
স্টেপ 3: নিজের রেজিট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগ ইন করুন 
স্টেপ 4: নিজের রেজাল্ট স্ক্রিনে চলে আসবে 
স্টেপ 5: ভবিষ্যতের জন্য নিজের রেজাল্টের প্রিন্ট-আউট বার করতে পারেন।  
.

 

.