This Article is From Nov 06, 2019

Railway Jobs: রেলে নতুন শূন্যপদ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ

RRB Recruitment 2019: আগামী ১৬ ডিসেম্বর নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২০২০ সালের ২ জানুয়ারি থেকে শুরু হবে প্রশিক্ষণ।

Railway Jobs: রেলে নতুন শূন্যপদ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ

RRB, Railway Recruitment 2019: আগামী ১৬ ডিসেম্বর নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

হাইলাইটস

  • রেলের হুইল ফ্যাক্টরিতে শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য শূন্যপদ তৈরি হয়েছে
  • মোট ১৯২টি পদ রয়েছে
  • আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর ২০১৯
নয়াদিল্লি:

রেলের (Railway) হুইল ফ্যাক্টরিতে শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য (Railway Jobs) শূন্যপদ তৈরি করা হয়েছে। মোট ১৯২টি পদ রয়েছে। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া জারি রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর ২০১৯। মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচিত করা হবে প্রার্থীদের। আগামী ১৬ ডিসেম্বর নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২০২০ সালের ২ জানুয়ারি থেকে শুরু হবে প্রশিক্ষণ। জেনে নিন আরও তথ্য:

পদের নাম

অ্যাপ্রেন্টিস

মোট শূন্যপদের সংখ্যা

১৯২

যোগ্যতা

মাধ্যমিক পাশ

বয়ঃসীমা

প্রার্থীদের বয়স ১৫ বছরের নীচে হলে হবে না। ১৫.১১.২০১৯ সালে প্রার্থীর বয়স ২৪ বছর হলে চলবে না।

বৃত্তি

১১ হাজার থেকে ১২ হাজার টাকা

কী করে আবেদন করবেন

নীচে নোটিফিকেশনে ক্লিক করে দেওয়া আবেদনপত্রের ফর্ম পূরণ করতে হবে।

এরপর ওই পূরণ করা ফর্ম নীচের ঠিকানায় পাঠান—

The Senior Personnel Officer,

Personnel Department,

Rail Wheel Factory,

Yelahanka,

Bangalore- 560 064.

অফিসিয়াল নোটিফিকেশনের জন্য এখানে ক্লিক করুন

.