This Article is From Mar 01, 2020

যাত্রী-সাধারণের জন্য ''রেস্টুরান্ট ইন হুইলস''! ভারতীয় রেলের প্রথম রেস্তোরাঁ আসানসোলে

রেল যাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও আসানসোল রেলস্টেশনে প্রথম রেস্তোরাঁ খুলল ভারতীয় রেল। নাম ''রেস্টুরান্ট অন হুইলস'' (Restaurant On Wheels)।

যাত্রী-সাধারণের জন্য ''রেস্টুরান্ট ইন হুইলস''! ভারতীয় রেলের প্রথম রেস্তোরাঁ আসানসোলে

'Restaurant on Wheels' চালু হয়েছে আসানসোলে

আসানসোল:

রেল যাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও আসানসোল রেলস্টেশনে প্রথম রেস্তোরাঁ খুলল ভারতীয় রেল (Indian Railways)। নাম ''রেস্টুরান্ট অন হুইলস'' (Restaurant On Wheels)। রেস্তোরাঁর উদ্বোধন করে কেন্দ্রীয় মন্ত্রী এবং আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, "দু-বছর আগের মেনু কোচকেই নতুন করে সাজিয়ে ফের সামনে আনা হল সাধারণ মানুষের সুবিধার্থে।"

রেলমন্ত্রক জানিয়েছে, "এই অনন্য প্রচেষ্টা শুধুই আসানসোল স্টেশনের সুযোগ-সুবিধার উন্নতি করবে না। আগামী পাঁচ বছরে বিনা ভাড়ায় রাজস্ব আয়ও করবে।"  রেস্তোরাঁর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী আসানসোল স্টেশনে দুটি নতুন শীততাপ নিয়ন্ত্রিত বিশ্রাম কক্ষ, বৈদ্যুতিন সংরক্ষণ চার্ট ডিসপ্লে সিস্টেম এবং একটি ব্যাটারিচালিত গাড়িও উদ্বোধন করেন।

.