This Article is From Jan 26, 2020

৭১ তম প্রজাতন্ত্র দিবসে স্নাইপার, টহলদারি ড্রোনে সাজো সাজো নয়াদিল্লির রাজপথ!

71st Republic Day: প্রধানমন্ত্রী এই প্রথম অমর জওয়ান জ্যোতির (Amar Jawan Jyoti) পরিবর্তে যুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

৭১ তম প্রজাতন্ত্র দিবসে স্নাইপার, টহলদারি ড্রোনে সাজো সাজো নয়াদিল্লির রাজপথ!

Republic Day 2020: আজ ২৬ জানুয়ারি ৭১ তম প্রজাতন্ত্র দিবস পালন করছে ভারতবর্ষ.

নয়াদিল্লি:

আজ ৭১ তম প্রজাতন্ত্র দিবস (71st Republic Day)। জাতীয় রাজধানী এবং সারা দেশ জুড়েই চলছে উদযাপন। প্রজাতন্ত্র দিবসের মূল উদযাপন যদিও ভারতের রাষ্ট্রপতির সামনে নয়াদিল্লিতে রাজপথে অনুষ্ঠিত হতে চলেছে। প্রজাতন্ত্র দিবস ঐতিহাসিক সেই দিনটিকেই সম্মান জানাতে উদযাপিত হয় যখন ভারতবর্ষ সংবিধান কার্যকরী হওয়ার পরে একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে।

এবারের প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি হলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর মেসিয়াস বলসোনারো (Brazilian President Jair Messias Bolsonaro)। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ (National War Memorial) পরিদর্শনের মধ্য দিয়ে। সেখানে তিনি দেশের জন্য লড়াইয়ে শহিদ হওয়া সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রী এই প্রথম অমর জওয়ান জ্যোতির (Amar Jawan Jyoti) পরিবর্তে যুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এর পরেই জাতীয় পতাকা উত্তোলন করা হবে, তার পরে জাতীয় সঙ্গীত এবং ২১ টি গান স্যালুট দেওয়া হবে।

সরকার অনুমোদিত ট্যাবলো, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিভিন্ন মন্ত্রক ও বিভাগ ৯০ মিনিটের প্রদর্শনীতে অংশ নেবে। দেশের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির চিত্র রাজপথে প্রদর্শিত হবে আজ।

এক ঝলকে Republic Day 2020 Live updates:

Jan 26, 2020 12:29 (IST)

৭১ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর মেসিয়াস বোলসোনারো। তিনি রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য নেতাদের সঙ্গে রাজপথের বর্ণাঢ্য কুচকাওয়াজ দেখেন।

প্রজাতন্ত্র দিবসে এই নিয়ে তৃতীয়বার ব্রাজিলের রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল। ২০০৪ সালে লুইজ ইনাসিও লুলা দা সিলভা ব্রাজিলের রাষ্ট্রপতি হিসেবে প্রধান অতিথি ছিলেন।


Jan 26, 2020 12:24 (IST)
রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা দিলেন রামনাথ কোবিন্দ 
Jan 26, 2020 11:44 (IST)

চিনুক হেভি লিফট ট্রান্সপোর্ট হেলিকপ্টারগুলি ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসে প্রথম আত্মপ্রকাশ করল।

ভারতীয় বিমানবাহিনী এখনও অবধি ১৫০ টি চিনুক ৮,০৪৪ কোটি টাকা দিয়ে কিনেছে।

Jan 26, 2020 11:42 (IST)

এই প্রথম, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর মহিলা বাইক চালকদের দল ৭১ তম প্রজাতন্ত্র দিবসে আত্মপ্রকাশ করল। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ফোর্সের ইন্সপেক্টর সীমা নাগ। তারা একাধিক মোটরসাইকেলে একটি মানব পিরামিড গঠন করে প্রায় নয়টি দুঃসাহসিক বাইক চালানোর কেরামতি দেখান।

Jan 26, 2020 11:40 (IST)
রাজপথে শিশুদের অংশগ্রহণ

Jan 26, 2020 11:39 (IST)
অসমের ট্যাবলো

Image
Jan 26, 2020 11:39 (IST)
অসমের ট্যাবলো

Image
Jan 26, 2020 11:38 (IST)

জম্মু ও কাশ্মীর প্রথমবার একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কুচকাওয়াজে অংশ নিয়েছে। এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে শাল বয়নকারীকে সামনে রেখে ট্যাবলো সাজানো হয়েছিল। মাঝখানে ডোগরা এবং কাশ্মীরি লোক সংস্কৃতির পাশাপাশি উদ্ভিদ এবং বন্যপ্রাণিদের চিত্রও প্রদর্শিত হয়েছে।

Jan 26, 2020 11:10 (IST)

উত্তরপ্রদেশ সরকারের ট্যাবলোতে গঙ্গার স্ফটিকধারার পাশাপাশি কাশীর সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক রয়েছে। এখানে বড়াবাঁকির দেবা শরিফের 'সুফিয়ানা' চরিত্রটিকেও তুলে ধরা হয়েছে।


Jan 26, 2020 11:08 (IST)

বাইশটি ট্যাবলো, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১৬ টি এবং বাকি বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ট্যাবলো কুচকাওয়াজে অংশ নিচ্ছে। কেন্দ্র প্রত্যাখ্যান করার পরে পশ্চিমবাংলা এবং কেরলের ট্যাবলো অংশগ্রহণ করছে না কুচকাওয়াজে।

Jan 26, 2020 11:05 (IST)

রাজপথে প্রদর্শিত হচ্ছে তামিলনাড়ুর ট্যাবলো। রাজ্যের গ্রামগুলির প্রবেশপথে স্থাপন করা আঞ্চলিক দেবতা আইয়নার মূর্তি রয়েছে ট্যাবলোতে। স্থানীয়দের বিশ্বাস এই দেবতা গ্রামবাসীদের 'অশুভ শক্তি' থেকে রক্ষা করবেন। আইয়ানর দেবতা গ্রামের অভিভাবক দেবতা হিসাবেও পরিচিত।

ট্যাবলোয় তামিলনাড়ুর কিছু লোকনৃত্যের ঝলকও রয়েছে।

Jan 26, 2020 11:02 (IST)
দিল্লি পুলিশের প্রদর্শনী

Jan 26, 2020 10:59 (IST)
ভারতীয় জল সেনাবাহিনীর প্রদর্শন
Image
Jan 26, 2020 10:57 (IST)
ভারতীয় জল সেনাবাহিনীর প্রদর্শন
Image
Jan 26, 2020 10:56 (IST)
ভারতীয় জল সেনাবাহিনীর প্রদর্শন

Image
Jan 26, 2020 10:35 (IST)

মিশন শক্তির অ্যান্টি-স্যাটেলাইট অস্ত্র (ASAT), ধনুষ আর্টিলারি, সদ্য প্রবর্তিত চিনুক হেভি লিফট এবং অ্যাপাচি চপার প্রথমবার রাজপথের কুচকাওয়াজের সময় প্রদর্শনীতে উপস্থিত হয়েছে।

Jan 26, 2020 10:29 (IST)

তানিয়া শেরগিল রাজপথে পুরুষ দলকে নেতৃত্ব দিচ্ছেন।

Jan 26, 2020 10:28 (IST)

Dhanush gun system এবং Akash weapon system সহ সর্বশেষতম অস্ত্র ও সরঞ্জামের প্রদর্শন। আকাশ অস্ত্র ব্যবস্থা শত্রু বিমান লক্ষ্য করে স্বল্প পরিসর থেকে মিসাইল নিক্ষেপ করতে সক্ষম।


Jan 26, 2020 10:09 (IST)
National War Memorial-এ শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন নরেন্দ্র মোদির 


Jan 26, 2020 09:52 (IST)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অমর জওয়ান জ্যোতিতে পৌঁছন। তিনি ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সশস্ত্র বাহিনীর সমস্ত সদস্যদের যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। এরপরে ২১ টি বন্দুকের স্যালুট দেওয়া হয়, জাতীয় পতাকা উত্তোলনের পরে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।


Jan 26, 2020 09:47 (IST)
১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতীয় গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হওয়ার পরে, ২৬ জানুয়ারি তা কার্যকর হয়।

Jan 26, 2020 09:42 (IST)

অসমের ডিব্রুগড় ও সোনারি জেলাতে দু'টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশ এটিকে গ্রেনেড বিস্ফোরণ বলেই সন্দেহ করেছে। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরীশ বড়ুয়ার নেতৃত্বে ULFA-র স্বতন্ত্র একটি দল প্রজাতন্ত্র দিবস বয়কটের ডাক দিয়েছিল।


Jan 26, 2020 09:36 (IST)
  1. ২২টি ট্যাবলো- ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আর ৬টি বিভিন্ন মন্ত্রকের। যেগুলো রাষ্ট্রের সমৃদ্ধ সংস্কৃতিকে প্রদর্শিত করবে।
  2. ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো ভৌগলিক ও সাংস্কৃতিক সমৃদ্ধি প্রদর্শিত করবে। 
  3. বিভিন্ন মন্ত্রক, কেন্দ্রের নেওয়া স্টার্ট আপ ও জল জীবন মিশনের ওপর ট্যাবলো প্রদর্শিত হবে। 
.