This Article is From Jun 20, 2019

ফোর্ট উইলিয়ামে সেনাকর্মীর হাতেই ধর্ষিতা সহকর্মীর নাবালিকা সন্তান; অভিযুক্তকে গ্রেফতার

অভিযুক্তের বিরুদ্ধে শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের আইন বা পকসো (POCSO) আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফোর্ট উইলিয়ামে সেনাকর্মীর হাতেই ধর্ষিতা সহকর্মীর নাবালিকা সন্তান; অভিযুক্তকে গ্রেফতার

ধর্ষিতা নাবালিকাও সেনাবাহিনীরই এক কর্মীর সন্তান

কলকাতা:

কলকাতা শহরের অন্যতম কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যেই উঠল ধর্ষণের অভিযোগ। শহরে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দফতর (Indian Army's Eastern Command headquarters) অর্থাৎ ফোর্ট উইলিয়ামের (Fort William) ভিতরেই এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় জড়িত সেনাবাহিনীরই এক কর্মী! এবং ধর্ষিতা কন্যাও সেনাবাহিনীরই এক কর্মীর সন্তান।

 ‘‘উবের চালকের পাশে দাঁড়াতেই হত'': প্রাক্তন মিস ইন্ডিয়া উষশী সেনগুপ্ত

অভিযুক্ত ব্যক্তি সেনাবাহিনীরই একজন গ্রুপ ডি কর্মচারী। অভিযুক্তের বিরুদ্ধে শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের আইন (Protection of Children from Sexual Offences Act) বা পকসো (POCSO) আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। অন্য একজন আর্মি কর্মচারী কন্যা এই ঘটনার সময় নিজের বাড়িতে একাই ছিল।

নাবালিকাকে হেনস্থা ও ধর্ষণ করে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালায় এবং মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

.