This Article is From Sep 13, 2018

RRB Group D Exam: কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড? কোন বিষয়ে কটা প্রশ্ন? দেখে নিন

হোমপেজে গিয়ে Click here to down load e-call letter, Exam City & date advice and SC/ST travel Authority for CBT for level-1 posts under CEN 02/2018 লিঙ্কটি ক্লিক করুন

RRB Group D Exam: কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড? কোন বিষয়ে কটা প্রশ্ন? দেখে নিন

RRB Admit Card: 17 সেপ্টেম্বরের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে

হাইলাইটস

  • পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে
  • 17 সেপ্টেম্বর থেকে শুরু পরীক্ষা
  • 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা
নিউ দিল্লি:

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডি’র (railway recruitment board group D exam) চাকরির পরীক্ষা 17 সেপ্টেম্বর। সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করে দিয়েছে বোর্ড। এই পরীক্ষার্থীরা তাঁদের অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন। নিয়োগ পরীক্ষা 17 সেপ্টেম্বর থেকে শুরু। তারপর দিন অর্থাৎ 18 সেপ্টেম্বরেও রয়েছে পরীক্ষা। 18 সেপ্টেম্বরের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড আগামীকাল থেকে দেওয়া হবে। রেল ইতিমধ্যেই পরীক্ষার সময়, শিফট ও পরীক্ষাকেন্দ্র জানিয়ে দিয়েছে পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীদের সুবিধার জন্য মক টেস্টেরও ব্যবস্থা করেছে রেল। আরআরবি গ্রুপ ডি পরীক্ষার্থীদের প্রস্তুতিও চলছে জোরকদমে।

 

আরআরবি গ্রুপ ডি (railway recruitment board group D exam) পরীক্ষার অ্যাডমিট কার্ড মোবাইলে কীভাবে ডাউনলোডে করবেন?

স্টেপ 1: আপনার মোবাইল ফোনে ব্রাউজারটি খুলুন।

স্টেপ 2: আপনার অঞ্চলের RRB ওয়েবসাইট যান।

স্টেপ 3: হোমপেজে গিয়ে Click here to down load e-call letter, Exam City & date advice and SC/ST travel Authority for CBT for level-1 posts under CEN 02/2018 লিঙ্কটি ক্লিক করুন।

স্টেপ 4: অনুরোধকৃত তথ্য পূরণ করে লগ ইন করুন।

স্টেপ 5: আপনার অ্যাডমিট কার্ড খুলে যাবে পর্দায়। সহজেই এটি ডাউনলোড করতে পারবেন।

স্টেপ 6: পরীক্ষার জন্য আপনার অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে নিন।

 

কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT) জন্য বিভাগ অনুযায়ী নম্বর

গণিত: 25 টি প্রশ্ন

জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং: 30 টি প্রশ্ন

জেনারেল সায়েন্স: 25 টি প্রশ্ন

জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স: 20 টি প্রশ্ন

 

VIDEO:
 

.