This Article is From Dec 14, 2019

প্রধানমন্ত্রী মোদি একাই ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করছেন, বললেন রাহুল গান্ধি

Demonetisation: "কালো টাকা আটকাতেই রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছেন, এই কথা বলে সকলকে বোকা বানিয়েছেন মোদি", বলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি

প্রধানমন্ত্রী মোদি একাই ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করছেন, বললেন রাহুল গান্ধি

Bharat Bachao Rally: অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি

হাইলাইটস

  • প্রধানমন্ত্রী মোদিকে ফের নিশানা করলেন রাহুল গান্ধি
  • কংগ্রেসের "ভারত বাঁচাও" সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে নিশানা তাঁর
  • প্রধানমন্ত্রী মোদি একাই ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করছেন, বলেন রাহুল
নয়া দিল্লি:

প্রধানমন্ত্রী (PM Modi) একাই ভারতীয় অর্থনীতিকে ধ্বংস করছেন, দিল্লিতে আয়োজিত কংগ্রেসের সমাবেশে এভাবেই কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদিকে নিশানা করলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। আসলে প্রকারান্তরে তিনি মোদি সরকারের আমলে হওয়া ২০১৬ সালের নোটবন্দিকেই আক্রমণের হাতিয়ার করলেন। দেশ এখনও এই ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে পারেনি, দিল্লির রামলীলা ময়দানে হওয়া কংগ্রেসের ভারত বাঁচাও সমাবেশের (Bharat Bachao Rally) মঞ্চ থেকে এই কথা বলেন রাহুল গান্ধি। এই সমাবেশে কংগ্রেস ইস্যু করছে সদ্য হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন (Citizenship Act 2019), কৃষক সমস্যা, বেকারত্ব সহ দেশের নানা সমস্যাকে। "কালো টাকা আটকাতেই রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছেন, এই কথা বলে সকলকে বোকা বানিয়েছেন মোদি। কিন্তু কার্যক্ষেত্রে কী হলো? এখনও পর্যন্ত ভারতীয় অর্থনীতি এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারেনি", বলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

"একটা সময় ছিল যখন এই দেশে ৯% হারে বৃদ্ধি হয়েছিল, লোকেরা চিন ও ভারতের সাফল্যের গল্প একসঙ্গে বলতো ... আমাদের 'চিন্ডিয়া' বলে ডাকতো ... কিন্তু এখন আমাদের দেশের দিকে তাকান। এখন এখানে দেশের মানুষ হাতে পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে। "পেঁয়াজ ২০০ টাকা কেজিতে পৌঁছেছে", দেশ জুড়ে পেঁয়াজের মূল্যবৃদ্ধির দিকেও ইঙ্গিত করেন রাহুল গান্ধি।

নাগরিকত্ব আইন, অর্থনৈতিক দুরবস্থা সহ একাধিক বিষয়ে 'ভারত বাঁচাও' সমাবেশের ডাক কংগ্রেসের!

বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষরিত নাগরিকত্ব আইন নিয়ে সহিংস বিক্ষোভের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের বিরুদ্ধেও গর্জে উঠেছে বিরোধী দল কংগ্রেস। বিজেপি শাসিত উত্তর-পূর্বের রাজ্যগুলি সহ বাংলা, এমনকি রাজধানী দিল্লিতেও এই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে।

"আমরা এখানে এসেছি এই বার্তা দিতে যে কংগ্রেস দল পিছু হটবে না ... আমরা এই জাতি ও আমাদের সংবিধানের মূল্যবোধ বজায় রাখতে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব", সমাবেশ থেকে হুঙ্কার ছাড়েন রাহুল গান্ধি। কংগ্রেসের ভারত বাঁচাও সমাবেশে যোগ দেন দলের প্রধান সোনিয়া গান্ধি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ভদরা সহ অন্যান্য শীর্ষ কংগ্রেস নেতারাও।

দুর্ভোগ 'মুমকিন হ্যায়': ভারত বাঁচাও সমাবেশে বিজেপিকে আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধির

এদিকে উত্তর-পূর্বাঞ্চলের কিছু জায়গায় কারফিউ ঘোষণার সঙ্গে সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তাঁর ভারত সফর বাতিলের কথা ঘোষণা করেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তাঁদের দেশের নাগরিকদের প্রতি ভ্রমণ সতর্কতা জারি করেছেন যাতে তাঁরা উত্তর পূর্বাঞ্চলের ভারতীয় রাজ্যগুলিতে এই মুহূর্তে বেড়াতে না আসেন।

এদিকে নয়া সংশোধিত নাগরিকত্ব আইন সহ নানা ইস্যুতে কংগ্রেসের করা আক্রমণের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাসক দল বিজেপির পক্ষ থেকে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কানপুর সফরে রয়েছেন, সেখানে গঙ্গা নদী সংক্রান্ত অ্যাকশন প্ল্যান নমামি গঙ্গে-র কাজ পর্যালোচনা করছেন তিনি।

.