নির্মলা সীতারামনের ফরাসী সফর নিয়ে প্রশ্ন তোলেন রাহুল
নিউ দিল্লি: বিখ্যাত ফরাসী বিমান প্রস্তুতকারক সংস্থা দাসোঁকে অনিল আম্বানির সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ করার জন্য একরকম বাধ্য করা হয়েছিল বলে ফরাসী মিডিয়াতে রিপোর্ট প্রকাশ হওয়ার কয়েক ঘন্টা পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ফের তদন্তের দাবি করলেন 59,000 কোটি টাকার রাফাল চুক্তি নিয়ে। তিনি তার সঙ্গে এই কথাও বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দুর্নীতিগ্রস্ত এবং তিনি আসলে অনিল আম্বানির প্রধানমন্ত্রী। মিডিয়াপার্টের রিপোর্টে বলা হয়েছে, দাসোঁর এক পদস্থ কর্তা লোইক সেগালেঁ গত বছর তাঁর সংস্থার কর্মচারীদের কাছে রাফাল চুক্তি নিয়ে ব্যাখা দিতে গিয়ে বলেছিলেন, এই চুক্তির স্বার্থে রিলায়েন্স ডিফেন্সের সঙ্গে হাত মেলানো এক রকম বাধ্যতামূলক।
যে রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই শোরগোল শুরু হয়ে যায়।
“এটা এখন একদম পরিষ্কার যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত। আমি আবার বলছি, আমাদের প্রধানমন্ত্রী একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। দুঃখের বিষয়, তাঁর প্রচারের সিংহভাগ জুড়েই থাকে দুর্নীতির সঙ্গে লড়াইয়ের কথা”, একটি সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন রাহুল গান্ধী।
“উনি আপনাদের প্রধানমন্ত্রী নন। উনি আসলে অনিল আম্বানির প্রধানমন্ত্রী”, বলে মোদীর বিরুদ্ধে তোপ দাগেন রাহুল।
প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের ফরাসী সফর নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস সভাপতি।