
পুলওয়ামা সন্ত্রাস হামলার শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর।
হাইলাইটস
- পুলওয়ামা সন্ত্রাস হামলার বর্ষপূর্তিতে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
- ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন জওয়ান
- সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছিল
পুলওয়ামা সন্ত্রাস হামলার (2019 Pulwama attack) প্রথম বর্ষপূর্তিতে শহিদ ৪০ সেনাকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি টুইট করে লেখেন, ‘‘নিবিড় ভাবে স্মরণ করছি ২০১৯ সালে আজকের দিনে পুলওয়ামায় শহিদ হওয়া সিআরপিএফ জওয়ানদের। আমরা স্যালুট করি আমাদের সাহসী জওয়ানদের এবং তাঁদের পরিবারের প্রতি সংহতি ও সমবেদনা জানাই। জয় হিন্দ।''
Solemnly remembering the CRPF jawans martyred in Pulwama on this day in 2019 after a terror attack. We salute our brave jawans and extend our solidarity and condolences to their families. Jai Hind
— Mamata Banerjee (@MamataOfficial) February 14, 2020
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারান ৪০ জন সিআরপিএফ জওয়ান। সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করে। সেনাবাহিনীর কনভয় লক্ষ্য করে চালানো ওই আত্মঘাতী জঙ্গি হামলায় প্রায় ২৫০০ সিআরপিএফ জওয়ানের মধ্যে শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ভারতে সাম্প্রতিককালের মধ্যে ওই জঙ্গি হামলাকে অন্যতম ভয়াবহ বলে মনে করা হয়। ওই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র চাপানউতোর শুরু হয়। প্রায় যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় সেই সময়। জঙ্গি ঘাঁটি ভাঙতে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।
এদিকে আজই প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের জন্মদিন। গত বছর প্রয়াত হন বর্ষীয়ান বিজেপি নেত্রী। শুক্রবার তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। তিনি টুইট করে লেখেন, ‘‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ জির জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধার্ঘ্য। সংসদীয় রাজনীতিতে তাঁর অভাব অনস্বীকার্য।''
Remembering Sushma Swaraj Ji, former union minister, on her birth anniversary. Her absence is deeply felt in parliamentary politics
— Mamata Banerjee (@MamataOfficial) February 14, 2020
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ জির জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধার্ঘ্য। সংসদীয় রাজনীতিতে তাঁর অভাব অনস্বীকার্য