This Article is From Feb 18, 2019

পুলওয়ামায় হামলার সময় নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সাম্প্রদায়িকতাকে প্রশয় দেওয়ারও অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলওয়ামায় হামলার সময় নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা:

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় হামলার সময় নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি লোকসভা নির্বাচন যখন শিয়রে, সেই সময় তারা যুদ্ধ চায় কিনা, তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সাম্প্রদায়িকতাকে প্রশয় দেওয়ারও অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “যখন দুয়ারে নির্বাচন কড়া নাড়ছে, তখন তোমরা যুদ্ধের চেষ্টা করছো...একটি ছায়াযুদ্ধ। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী রাজনৈতিক ভাষণ দিচ্ছেন। এমনকী, এতবড় ঘটনার পরেও দায় স্বীকার করে পদত্যাগ না করে রাজনৈতিক ভাষণ চালানো হচ্ছে”।

জঙ্গিহানায় শহিদ জওয়ানের কফিনের সামনে দাঁড়িয়ে সেলফি তুললেন মন্ত্রী, নিন্দার ঝড়

হামলা নিয়ে গোয়েন্দা রিপোর্ট থাকার সত্ত্বেও, এতজন সিআরপিএফ জওয়ানের কনভয় কেন জাতীয় সড়কের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “বিষয়টি সরকার জানত।তাহলে কেন এতজনকে মরতে হল? কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না”?

"পাকিস্তানে চলে যান, এই দেশ আপনার নয়", কলকাতার কাশ্মীরি চিকিৎসককে হুমকি

মুখ্যমন্ত্রী বলেন, ঘটনার পর তিনি মোদী-সরকার সম্পর্কে তিনি কথা বলতে চান নি, কিন্তু “কিছু মানুষ আমাদের দেশাত্মবোধ শেখানোর চেষ্টা করছে”।

তাঁর অভিযোগ, পাঠানকোট হামলার পর কিছুই করে নি সরকার এবং নির্বাচনের আগে যুদ্ধের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমার একটা সন্দেহ হয়।যখন শিয়রে নির্বাচনস সেই সময় কীভাবে তারা (পাকিস্তান)এই ধরণের উৎসাহ পায়...সংসদ বন্ধ হয়ে যাওয়ার পরে কেন।আমার সন্দেহ হয়।গত পাঁচ বছরে পাকিস্তানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় নি কেন”।

গত দেড়মাস ধরে তৃণমূল সাংসদকে ক্রমাগত হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

আরএসএস-ভিএইচপি-বিজেপি বিরুদ্ধে “ঘৃণার বার্তা ছড়িয়ে” দেশের পরিবেশ কলুষিত করার অভিযোগ তোলেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, “ওরা মধ্যরাতে জাতীয় পতাকা হাতে মিছিল বের করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।রাজনৈতিক লাভের জন্য তারা বিষয়টিকে ব্যবহার করতে চাইছে”।তিনি আরও বলেন, “আরএসএস ভিএইচপি এবং বিজপির এটা একটা পরিকল্পিত খেলা। পরিস্থিতির রাজনৈতিক সুবিধা নেওয়া আটকে দেব আমরা”।

১২ ঘণ্টার এনকাউন্টারে খতম মাসুদ আজাহার ঘনিষ্ঠ কামরান, মৃত্যু পুলওয়ামার মাস্টারমাইন্ডেরও

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন, সারাদেশ যখন পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার পক্ষে সেখানে, প্রতিবেশীকে দেশকে উপযুক্ত শিক্ষা দেওয়ার বিপক্ষে তৃণমূল কংগ্রেস। আরএসএস এবং ভিএইচপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির প্রশ্ন, পশ্চিমবঙ্গে রাস্তায় জাতীয় পতাকা তোলা কি অপরাধ? তাঁর অভিযোগ, দেশ বিরোধী কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠেছে বাংলা এবং তা বন্ধ করতে পারছে না তৃণমূল সরকার।

পশ্চিমবঙ্গকে ব্যক্তিগত সংস্থায় পরিণত করেছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইপো: রমণ সিং

রাজ্যের দুই সিআরপিএফের শহিদ জওয়ানের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতির প্রশ্ন, “বিষমদ পান করে রাজ্যে কারও মৃত্যু হলে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়।অথচ জওয়ানরা শহিদ হলে, অন্যান্য রাজ্যে যেখানে ক্ষতিপূরণ দিচ্ছে, এখানে দেওয়া হয় না”।

পুলওয়ামায় হামলার যথাযথ তদন্ত করে চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যেখানে এতজনের মৃত্যু হয়েছে, অবশ্যই তদন্ত করে দেখা উচিত, কে এর জন্য দায়ী। বলুন, কী পদক্ষেপ করা হয়েছে”।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.