This Article is From Jun 11, 2020

"কঠিন সময় পার করেই ভালো সময়ে ফিরবো", বণিক সভায় বার্তা প্রধানমন্ত্রীর

PM Modi: "ভারত এখন আত্মনির্ভর হয়ে উঠছে, বিপদকে আমরা সুযোগে পরিণত করবো, লড়াইয়ে পিছিয়ে নেই ভারত", ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সভায় বললেন নরেন্দ্র মোদি

Indian Chamber Of Commerce: ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সভায় প্রধানমন্ত্রীর বার্তা

হাইলাইটস

  • কলকাতাই দেশকে নেতৃত্ব দিতে পারে, বণিক সভায় এমন কথাই বলেন প্রধানমন্ত্রী
  • তিনি বলেন, আত্মনির্ভর ভারত হতে হবে, আমদানি নির্ভরতা কমাতে হবে
  • করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়েই ঘুরে দাঁড়াতে হবে, বলেন নরেন্দ্র মোদি
নয়া দিল্লি:

মানসিকভাবে হারলে চলবে না, দৃঢ় সঙ্কল্প নিয়ে, ইচ্ছাশক্তির জোরেই এগোতে হবে, বণিক সভায় (ICC) ভিডি কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার একসঙ্গে লড়ার বার্তাই যেন আরও একবার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। করোনা ভাইরাস (Coronavirus) পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, "কঠিন সময় পার করেই ভালো সময়ে ফিরবো"। গোটা বিশ্বের সঙ্গে ভারতও করোনার সঙ্গে লড়ছে, দেশ এখন অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি। পরিস্থিতি আমাদের পরীক্ষা নিচ্ছে। একজোট হয়ে লড়ছি আমরা। চ্যালেঞ্জ পেরিয়ে আমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবো", ফের একবার 'আত্মনির্ভর ভারত' এর কথা বৃহস্পতিবারের সভায় (Indian Chamber Of Commerce) তুলে ধরলেন প্রধানমন্ত্রী।

"ভারত এখন আত্মনির্ভর হয়ে উঠছে। বিপদকে আমরা সুযোগে পরিণত করবো। লড়াইয়ে পিছিয়ে নেই ভারতও। এখনই সময় গোটা দেশকে নিজের পায়ে আরও ভালোভাবে দাঁড় করানোর", ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ভার্চুয়াল সমাবেশে জোর গলায় বললেন নরেন্দ্র মোদি।

দেশে করোনার প্রভাব বাড়ছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯,৯৯৬ জন, মৃত ৩৫৭

"আত্মনির্ভর ভারতের প্রথম পাঠ, পরিবার থেকেই শুরু হয়। ছোট থেকেই সব পরিবারে শিশুদের শেখানো হয়, নিজের পায়ে দাঁড়াও। করোনা সঙ্কট আমাদের শিক্ষা দিয়েছে, করোনা সঙ্কট আমাদের এই আত্মনির্ভর হওয়ার প্রতিজ্ঞা করিয়েছে। ‘আত্মনির্ভর ভারত'-এর অর্থ বিদেশ থেকে সবচেয়ে কম জিনিসপত্র ভারত আমদানি করুক।ভবিষ্যতে যাতে সেই ক্ষেত্রে আমরা আত্মনির্ভর হতে পারি তার চেষ্টা করতে হবে", বৃহস্পতিবার  ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি)-এর ৯৫তম বার্ষিক সাধারণ সভায় একথাই বলেন প্রধানমন্ত্রী।

"জাতীয়তাবাদ বিজেপির একচেটিয়া সম্পত্তি নয়": ভারত-চিন ইস্যুতে কংগ্রেস

কলকাতাই দেশকে নেতৃত্ব দিতে পারে, বণিক সভায় এমন কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী মোদি বলেন, "বাংলা যা আজ ভাবে, গোটা ভারত আগামীকাল সেকথাই ভাবে, আমরা একথা বরাবর শুনে এসেছি। তাই বাংলাকে এগিয়ে আসতে হবে। উদ্যোগপতিদের এগিয়ে আসতে হবে। আমি মনে করি, কলকাতা তথা পশ্চিমবঙ্গ আবারও দেশকে নেতৃত্ব দিতে পারে"।

বৃহস্পতিবার আইসিসির সভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার যে বিপুল কর্মসূচির ঘোষণা করেছে, তাতে লাভবান হবে পূর্ব ও উত্তর পূর্ব ভারত। তবে তিনি একথাও মনে করিয়ে দেন যে, দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অগ্রগতিতে আরও জোর দিতে হবে। পশ্চিমবঙ্গে পাট শিল্পের উৎপাদনের উপরও জোর দেন প্রধানমন্ত্রী। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে আসুক ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সও, এমন আহ্বানও জানান নরেন্দ্র মোদি। 

.