This Article is From Feb 15, 2019

''যে রাস্তা দিয়ে তারা চলছে তা তাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে'': নরেন্দ্র মোদী

এই মামলায় তিনি সকলকে একসাথে থাকার আহ্ববান জানিয়েছেন। ''সারা দেশের বক্তব্য যেন এখন এক হয়। বিশ্বের কাছে যেন আমাদের একতার বার্তা যায়।''

''যে রাস্তা দিয়ে তারা চলছে তা তাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে'': নরেন্দ্র মোদী

গোপন বৈঠকে অংশ নেওয়ার আগে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি

হাইলাইটস

  • "জঙ্গিরা বিরাট ভুল করে ফেলেছে ...''
  • তিনি সকলকে একসাথে থাকার আহ্ববান জানিয়েছেন
  • ''আমরা সমৃদ্ধির পথে এগিয়ে গিয়েই দেশকে সুরক্ষা প্রদান করব।''
নিউ দিল্লি:

বৃহস্পতিবার বিকেলে কাশ্মীরের পুলওয়ামায় যে হিংসাত্ম জঙ্গি হামলা সংঘটিত হয়েছে, প্রধানমন্ত্রী মোদি তার তীব্র নিন্দা করে বলেছেন যে, ''যারা একের পর এক এই ধরণের ভুল করে চলেছেন, তাদের এই জন্য উপযুক্ত মূল্য দিতে হবে।''

"জঙ্গিরা বিরাট ভুল করে ফেলেছে ... এই হামলার জন্য যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, আমি তাদের কথা দিচ্ছি তারা উপযুক্ত বিচার পাবে।'' গোপন বৈঠকে অংশ নেওয়ার আগে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি।  

"জঙ্গিদের সাহায্য করা বন্ধ করুন", পাকিস্তানকে তোপ আমেরিকার

এই মামলায় তিনি সকলকে একসাথে থাকার আহ্ববান জানিয়েছেন। ''সারা দেশের বক্তব্য যেন এখন এক হয়। বিশ্বের কাছে যেন আমাদের একতার বার্তা যায়।  আমাদের প্রতিবেশী দেশ এই সময় অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, যে রাস্তা দিয়ে তারা চলছে তা তাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। সারা ভারতবাসী এই হিংসাত্মক ঘটনার উপযুক্ত জবাব দেবে।  পৃথিবীর বহু দেশ এই ঘটনার তীব্র নিন্দা করেছে।  এই  আতঙ্কবাদ সমূলে উৎপাটিত করার জন্য সারা পৃথিবীকে একত্রে লড়াই করতে হবে।''

জঙ্গি হামলার দায় অস্বীকার পাকিস্তানের, বলল ''গুরুতর চিন্তার বিষয়''

তাঁর মতে ''দেশের সুরক্ষা ও দেশের সমৃদ্ধি এই দুই স্বপ্ন নিয়েই যেকোনো জওয়ান বেঁচে থাকে। যেসমস্ত জওয়ানরা প্রাণ হারিয়েছেন তাদের স্বপ্ন আমরা বিফল হতে দেব না। আমরা সমৃদ্ধির পথে এগিয়ে গিয়েই দেশকে সুরক্ষা প্রদান করব।'' 

শেষে তিনি বন্দে ভারত এক্সপ্রেস-এর জন্য কৃতঞ্জতা ব্যক্ত করেছেন। রেলওয়ের উন্নতির জন্য প্রশংসা করেছেন তিনি।  তিনি জানিয়েছেন, রেলওয়ে এখন নতুন গতি প্রাপ্ত করেছে, অনেক বেশি 'ইউজার ফ্রেন্ডলি' হয়ে উঠেছে। এখন কিছুক্ষণের মধ্যেই  ২০ হাজারের বেশি টিকিট বুক করা সম্ভব।আগের থেকে দুগুণ বেশি গতিতে কাজ করতে পারে রেলওয়ে। 

.