This Article is From Feb 25, 2019

প্রচুর পয়সা দিয়ে বেসরকারি স্কুলে না গিয়ে সন্তানদের সরকারি স্কুলে আনুন: পার্থ

শিক্ষামন্ত্রী আরও বলেন, “একটা ল্যাপটপের জন্য ১০ হাজার টাকা। স্কুল থেকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ৫ হাজার টাকা। এই ব্যাপারগুলি অভিভাকদের ওপর চাপ আরও বাড়ায়”।

প্রচুর পয়সা দিয়ে বেসরকারি স্কুলে না গিয়ে সন্তানদের সরকারি স্কুলে আনুন: পার্থ
কলকাতা:

বেসরকারি স্কুলে ছেলেমেয়েদের না ভর্তি করে রাজ্য সরকারের স্কুলে ভর্তি করুন। অভিভাবকদের উদ্দেশে এমন কথাই বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সরকারের স্কুলে ইংরেজি মাধ্যম চালু হচ্ছে এই প্রথম।  তার আগেই এই কথা বলেন পার্থ। তিনি অভিভাবকদের নিশ্চয়তা দেন যে, এই স্কুলের বেতন-কাঠামোও সমাজের সব মানুষের নাগালের মধ্যেই থাকবে। রবিবার শিক্ষামন্ত্রী বলেন, “রাজ্য সরকারের স্কুলগুলির ওপর ভরসা থাকা উচিত অভিভাবকদের। এর ফলে নতুন নতুন ইংরেজি মাধ্যম স্কুল খুলতে সরকারও উৎসাহ পাবে”। গত মাসেই রাজ্য সরকার জানিয়েছিল ৬৫'টি সরকারি স্কুলকে ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে নতুন করে শুরু করা হবে।

কল্যাণী বিশ্ববিদ্যালয়কে পুরস্কারের অর্ধেক টাকা দান করলেন এই প্রাক্তন ছাত্র

শিক্ষামন্ত্রী আরও বলেন, “একটা ল্যাপটপের জন্য ১০ হাজার টাকা। স্কুল থেকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ৫ হাজার টাকা। এই ব্যাপারগুলি অভিভাকদের ওপর চাপ আরও বাড়ায়”।

তাঁর কথায়, “রাজ্য সরকার ১ লক্ষ শিক্ষককে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিয়োগ করেছেন। শুধু তাই নয়, সরকারি বেসরকারি স্কুলের শিক্ষকদের মধ্যে আলোচনার মাধ্যমে মতে আদানপ্রদান ব্যবস্থাও শুরু করেছে রাজ্য সরকার”।

রাজ্যের ভাবমূর্তিকে কলুষিত করতে চক্রান্ত করে প্রশ্ন ফাঁস করা হয়ে থাকতে পারে: পার্থ

বামফ্রন্টের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “আগের সরকারের আমলের ক্ষতগুলো আমাদেরই সারিয়ে তুলতে হচ্ছে এখন। সময় লাগবে কিছুটা তাতে। তবে, আমরা আমাদের লক্ষ্য চরিতার্থ করবই”।

.