This Article is From May 26, 2020

দেওয়ালে কাশ্মীর নিয়ে স্লোগান লিখে ইংল্যান্ডের গুরদ্বারায় হাম‌লা পাকিস্তানি ব্যক্তির

একটি ফোন নম্বর সহ সে লিখে রেখে গিয়েছে ‘‘চেষ্টা করুন কাশ্মীরের মানুষদের সাহায্য করতে। অন্যথায় সকলেরই সমস্যা হবে।’’

দেওয়ালে কাশ্মীর নিয়ে স্লোগান লিখে ইংল্যান্ডের গুরদ্বারায় হাম‌লা পাকিস্তানি ব্যক্তির

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই ব্যক্তি গুরদ্বারার কাচ ভাঙছে।

নয়াদিল্লি:

ইংল্যান্ডের ডার্বি শহরের এক গুরদ্বারায় (Attack On UK Gurdwara) হামলা চালাল এক ব্যক্তি। কেন্দ্রীয় সরকারের সূত্র জানাচ্ছে, এখনও পর্যন্ত যা তথ্য মিলছে তা থেকে জানা যাচ্ছে, পাকিস্তানি (Pakistani) বংশোদ্ভূত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, সে লন্ডন থেকে ২০০ কিমি দূরে অবস্থিত গুরু অর্জন দেব গুরদ্বারায় এসে ভাঙচুর চালিয়েছে সে। ওই ব্যক্তি গুরদ্বারার দেওয়ালে কাশ্মীর (Kashmir) সংক্রান্ত বক্তব্যও লিখে রেখে গিয়েছে বলে জানা গিয়েছে। একটি ফোন নম্বর সহ সে লিখে রেখে গিয়েছে ‘‘চেষ্টা করুন কাশ্মীরের মানুষদের সাহায্য করতে। অন্যথায় সকলেরই সমস্যা হবে।''

এক সিনিয়র সরকারি আধিকারিক NDTV-কে জানিয়েছেন, ‘‘যখন হামলার ঘটনা ঘটে তখন কীর্তন হয়। কিন্তু লকডাউনের কারণে গুরদ্বারায় কেউ ছিল না।''

তিনি জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রমণের কারণে জারি থাকা লকডাউনের জন্য দৈনিক কীর্তন লাইভ স্ট্রিমিং হত। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ওই ব্যক্তি এসে গুরদ্বারার জানলার কাচ ভাঙছে।

34bckot4

গুরদ্বারার তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘আজ সকাল ৬টায় এক ব্যক্তি গুরদ্বারা চত্বরে প্রবেশ করে হাজার হাজার পাউন্ডের সম্পত্তির ভাঙচুর করেছে। আমরা নিশ্চিত করে জানাচ্ছি, ঘটনায় কেউ আহত হননি। পরিষ্কারের কাজ শুরু হয়েছে।''

ওই গুরদ্বারায় দৈনিক ৪০০-৫০০ মানুষকে খাওয়ানো হত করোনা সঙ্কটের সময়। পাশাপাশি সমস্ত কোভিড-১৯ যোদ্ধাদেরও সাহায্য করা হয় এখান থেকে।

পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

.