This Article is From Feb 15, 2019

‘যৌন সম্পর্কের বিনিময়ে’ এক মহিলাকে সাহায্য করেছেন হাউজ অফ লর্ডজের এই পাকিস্তানি সদস্য !

তাঁর নাম নাজির আহমেদ। জন্মসূত্রে পাকিস্তানের এই বাসিন্দা ব্রিটিশ সরকারের সঙ্গে সে দেশের যোগাযোগ স্থাপনের কাজ করেন।

‘যৌন সম্পর্কের বিনিময়ে’ এক মহিলাকে সাহায্য করেছেন  হাউজ অফ লর্ডজের এই পাকিস্তানি সদস্য !

জানা  গিয়েছে  সাহায্যের বদলে  এক মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করেছেন নাজির।

হাইলাইটস

  • যৌন সম্পর্কের বিনিময়ে মহিলাকে সাহায্যের অভিযোগ উঠল নাসিরের বিরুদ্ধে
  • নাসির পাক অধিকৃত কাশ্মীরের মীরাপুরের বাসিন্দা
  • ২০১৩ সালে জাতি বিদ্বেষের অভিযোগ থাকায় লেবার পার্টি থেক বিতারিত হন
লন্ডন:

তাঁর নাম নাজির আহমেদ। জন্মসূত্রে পাকিস্তানের এই বাসিন্দা ব্রিটিশ সরকারের সঙ্গে সে দেশের যোগাযোগ স্থাপনের কাজ করেন। হাউজ অফ লর্ডজের এই সদস্যের বিরুদ্ধে  এবার  উঠল মারাত্মক অভিযোগ। বিবিসির একটি অনুষ্ঠান থেকে জানা  গিয়েছে  সাহায্যের বদলে  এক মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করেছেন নাজির। পাকিস্তানের মীরপুরের বাসিন্দা নাজির ব্রিটিশ সরকারের কাছে  কাশ্মীর প্রসঙ্গে সে দেশের অবস্থান তুলে  ধরার কাজ করেন। দীর্ঘ দিন লেবার পার্টির সদস্য ছিলেন তিনি। ২০১৩ সালে  তাঁকে বরখাস্ত করে  দেয়  দল। সেবার তাঁর  বিরুদ্ধে জাতি বিদ্বেষের অভিযোগ উঠেছিল।  

মৃত্যু ভয় পাচ্ছেন কি? বিধায়ক থেকে নেতাদের কাছে প্রশ্ন তৃণমূল নেতৃত্বের

বিবিসি বলছে এই ঘটনার সূত্রপাত হয় বছর খানেক আগে। তাহিরা জামান নামে এক মহিলা  অন্য একজনের সাহায্য নিয়ে নাসিরের সঙ্গে  যোগাযোগ করেন। তাহিরা এক ব্যক্তির বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তাঁর মনে হয়েছিল ওই ব্যক্তি মহিলাদের জন্য নিরাপদ নন। তাহিরার থেকে এ কথা জানতে পেরে স্থানীয় পুলিশ কমিশনারকে চিঠি লেখেন নাসির। তাহিরার অভিযোগ এরপর তাঁকে নৈশভোজে  আসার আমন্ত্রণ জানান নাসির। সেখানে যাওয়ার কয়েক সপ্তাহ বাদে  তাহিরা  তদন্তের ব্যাপারে জানতে  আরও একবার নাসিরের সঙ্গে  যোগাযোগ করেন। এভাবেই যোগাযোগ বাড়তে থাকে। তাহিরার দাবি নাসিরের সঙ্গে তিনি জেনে বুঝেই সম্পর্কে জড়ান। কিন্তু নাসির আসলে  তাঁর পদের অপব্যবহার  করেছেন। মাস দুয়েক বাদে এই দু'জনের সম্পর্ক ভেঙে যায়। নাসির তাহিরাকে জানিয়েদেন, তিনি তাঁর স্ত্রীয়ের সঙ্গে  সম্পর্ক ছেদ করবেন না। সম্প্রতি বিবিসি তাহিরার সঙ্গে কথা বলে এই খবর প্রকাশ্যে এনেছে।                                     

 

.