This Article is From Feb 19, 2019

ধর্মীয় বিক্ষোভের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়ে গ্রেফতার পাঞ্জাবের পুলিশকর্তা

২০১৫ সালে ধর্মগ্রন্থকে 'অপবিত্র' করা হয়েছে দাবি করে চলা বিক্ষোভের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন পাঞ্জাবের যে ইনস্পেকটর জেনারেল, তাঁকে সোমবার গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল বা সিট।

ধর্মীয় বিক্ষোভের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়ে গ্রেফতার পাঞ্জাবের পুলিশকর্তা

ওই সময় লুধিয়ানার পুলিশ কমিশনার ছিলেন তিনি।(ছবি প্রতীকী)

চণ্ডীগড়:

২০১৫ সালে ধর্মগ্রন্থকে 'অপবিত্র' করা হয়েছে দাবি করে চলা বিক্ষোভের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন পাঞ্জাবের যে ইনস্পেকটর জেনারেল, তাঁকে সোমবার গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল বা সিট। অভিযোগ, ওই ইনস্পেকটর জেনারেল পরমরাজ সিংহ উমরানাঙ্গলের আদেশে গুলি চালানোর ফলে ফরিদকোট জেলার বেহবাল কালান ও কোটকাপুরা অঞ্চলে মারা গিয়েছিলেন দুজন। গত মাসেই বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করেছিল মোগা জেলার প্রাক্তন এসএসপি চিরঞ্জিত সিংহ শর্মাকে। বিশেষ তদন্তকারী দল তৈরি হওয়ার পর তাঁকেই প্রথম গ্রেফতার করা হয়। বেহবাল কালানে তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে।

বিশেষ তদন্তকারী দলের পক্ষ থেকে এই কথাও অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয় যে, সেদিনের মিছিল ছিল শান্তিপূর্ণ। কোনওরকম উসকানি ছিল না। তা সত্ত্বেও পুলিশ গুলি চালিয়ে ছত্রখান করে দিয়েছিল মিছিলকে। যে গুলি চলেছিল পরমরাজ সিংহ উমরানাঙ্গলের আদেশেই। বিশেষ তদন্তকারী দলের কাছে এই বিষয়ে সম্পূর্ণ প্রমাণ ও যথাযথ তথ্য রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে বিশেষ তদন্তকারী দল প্রথমবার জেরা করে পরমরাজ সিংহ উমরানাঙ্গলকে। 

.