This Article is From Jan 27, 2019

‘ব্যক্তিগত সফরে’ দেশের এই সমুদ্র-শহরে গেলেন সোনিয়া-রাহুল

গোয়া কংগ্রেসের মুখপাত্র সুনীল কাথাঙ্কর পানজিতে সাংবাদিকদের জানান  এই দু’জনের কোনও দলীয় কর্মসূচি। এটা তাঁদের ব্যক্তিগত সফর।

‘ব্যক্তিগত সফরে’ দেশের এই সমুদ্র-শহরে গেলেন সোনিয়া-রাহুল

হাইলাইটস

  • পুলিশ সূত্রে জানা গিয়েছে বিশেষ বিমানে গোয়ায় আসেন দু’জনে
  • দক্ষিণ গোয়ার একটি পাঁচ তারা হোটেলে আগামী তিন দিন থাকেবন এই দু’জন
  • এ বার নিয়ে গত দু’ বছরের মধ্যে চার বার গোয়ায় এসেছেন সোনিয়া
পানাজি:

‘ব্যক্তিগত সফরে' গোয়ায় এলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিশেষ বিমানে গোয়ায় আসেন দু'জনে। দক্ষিণ গোয়ার একটি পাঁচ তারা হোটেলে আগামী  তিন দিন থাকেবন এই দু'জন।

এ বার নিয়ে গত দু' বছরের মধ্যে  চার বার গোয়ায় এসেছেন  সোনিয়া। ২০১৭ সালে ইংরেজি নতুন বছরের গোড়ায় মায়ের সঙ্গে এসেছিলেন রাহুল। এবার আবার এলেন।

গোয়া কংগ্রেসের মুখপাত্র সুনীল কাথাঙ্কর পানজিতে সাংবাদিকদের জানান  এই দু'জনের কোনও দলীয় কর্মসূচি। এটা তাঁদের ব্যক্তিগত সফর।

আমাদের হাতে ছাড়লে, ২৪ ঘন্টার মধ্যে রামমন্দির সমস্যার সমাধান, কে বললেন একথা

লোকসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে কয়েক সপ্তাহের মধ্যেইগোয়ার কংগ্রেস নেতাদের সঙ্গে  কথা বলবেন কংগ্রেস সভাপতি। সেই সময় এ রাজ্যে দুটি বিধানসভার উপনির্বাচন নিয়েও আলোচনা হবে।

এদিকে শনিবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পাশাপাশি বসতে দেখা গেল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী  এবং কেন্দ্রীয় মন্ত্রী  নীতীন গড়করিকে। মাঝেমাঝেই আলোচনাও করতে  দেখা গেল তাঁদের। রাহুলের ডান দিকে তিনটি আসন পরে বসেছিলেন বিজেপি অমিত শাহ। এবার একেবারে প্রথম আসনে বসার  সুযোগ হলেও গতবার চতুর্থ সারিতে পাঠিয়ে  দেওয়া  হয়েছিল কংগ্রেস সভাপতিকে। দলের তরফে প্রতিবাদ করা হয়েছিল। তবে রাহুল নিজে বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি হননি। তিনি বলেছিলেন কোথায় বসছি সেটা গুরুত্বপূর্ণ নয়, অনুষ্ঠানে উপস্থিত থাকাটাই বড় কথা।                

        

 

.