This Article is From Sep 25, 2018

জেনে নিন, আদিবাসীদের অবরোধের জন্য আজ কোন কোন ট্রেন চলবে না

যে ট্রেনগুলি আজ বাতিল হয়ে গেল, সেগুলি হল- 12821 হাওড়া পুরী ধৌলী এক্সপ্রেস( 12821 howrah-puri-dhauli express), 12021 হাওড়া-বরবিল জনশতাব্দী এক্সপ্রেস (12021 howrah-barbil jan shatabdi express),

জেনে নিন, আদিবাসীদের অবরোধের জন্য আজ কোন কোন ট্রেন চলবে না

আদিবাসী সংগঠনের অবরোধে ট্রেন পরিষেবা বিপর্যস্ত।

কলকাতা:

দক্ষিণ-পূর্ব রেলওয়েতে আদিবাসী সংগঠনের ডাকা অবরোধের জন্য যে যে ট্রেনগুলি আজ বাতিল হয়ে গেল, সেগুলি হল- 12821 হাওড়া পুরী ধৌলী এক্সপ্রেস( 12821 howrah-puri-dhauli express), 12021 হাওড়া-বরবিল জনশতাব্দী এক্সপ্রেস (12021 howrah-barbil jan shatabdi express), 12883  সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা (12883 santragachi-purulia rupashi bangla), 12871 হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস (12871 howrah-titlagarh ispat express), 12885 শালিমার-ভোজুডিহ আরণ্যক এক্সপ্রেস (12885 shalimar-bhojudih aranyak express), 122865 হাওড়া-পুরী লালমাটি এক্সপ্রেস ভায়া টাটানগর (122865- Howrah-Puri  Lalmati Express via Tatanagar)। এছাড়া, 12262 হাওড়া-মুম্বাই (সিএসটিএম) দুরন্ত এক্সপ্রেস (12262 Howrah-Mumbai(CSTM) Duronto Express)হাওড়া থেকে ছেড়ে আসানসোল-জয়চণ্ডী পাহাড়-চান্দিল-টাটানগর রুট ধরে যাবে। প্রসঙ্গত, 12865 হাওড়া-পুরুলিয়া লালমাটি এক্সপ্রেস ভায়া টাটানগর (12865 Howrah - Purulia Lalmati Express via Tatanagar) ট্রেনটি বাতিল হলেও 122865 হাওড়া-পুরী লালমাটি এক্সপ্রেস বাতিল হয়নি (122865 Howrah -Puri Lalmati Express)। এছাড়া, 12703 হাওড়া-ফলকনামা এক্সপ্রেস ( 12703 ( HWH- SC) FALAKNUMA ) আর  12245 হাওড়া-দুরন্ত এক্সপ্রেস (12245 ( HWH-YPR ) DURONTO ) বাতিল হয়ে যায়। 22887 হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস ছাড়বে রাত আটটা পঞ্চান্ন মিনিটে (22887 Howrah-Yesvantpur Humsafar Express from Howrah at 20.55 hrs)। 22825 শালিমার-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস শালিমার থেকে ছাড়বে সন্ধে সাড়ে ছ'টায় (22825 Shalimar-Chennai Central Express from Shalimar at 18.30 hrs)। বাতিল হয়ে গেল  12073  হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস (12073 Howrah–Bhubaneswar Jan Shatabdi Express)।

যদিও, যাত্রীদের অসুবিধার কথা ভেবে আজ দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।  1) হাওড়া থেকে কন্যাকুমারীর ট্রেন, যা হাওড়া থেকে ছাড়ার কথা বিকেল চারটে দশ নাগাদ (Howrah to Kanyakumari, Expected dep. from Howrah at 16.10hrs ) এবং  2) সাঁতরাগাছি থেকে পুদুচেরি পর্যন্ত ট্রেন, যা সাঁতরাগাছি থেকে ছাড়ার কথা বিকেল তিনটে পঞ্চাশের সময় ( Santragachi to Puducherry, Expected  dep. from Santragachi at 15.50 hrs)।

আদিবাসী সংগঠনের অবরোধে ট্রেন পরিষেবা বিপর্যস্ত। ভারত জাকাত মাঝি প্রাগনা মহল নামে একটি সংগঠনের সদস্যরা ট্রেন অবরোধ (Train Blockade) করেন। তার জেরে সোমবার সকাল থেকে পরিষেবা ব্যাহত হয়। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনের যাত্রীরা চরম হয়রানির শিকার হলেন। ঝাড়খণ্ড থেকে শুরু করে ওড়িশাতেও সমস্যা দেখা দেয়। অলিচিকি ভাষার মর্যাদা বাড়ানো, একই জায়গায় আদিবাসী শিক্ষকদের চাকরি সুনিশ্চিত করা থেকে শুরুর  করে আরও বেশ কিছু দাবিকে সামনে রেখে এদিন রেল অবরোধ করেন সংগঠনের সদস্যরা। কয়েকটি জায়গায় সড়ক অবরোধ হয়েছে বলে খবর।

এই অবরোধে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে।  চেন্নাই, পুনে, মুম্বাই ও যশবন্তপুরগামী ট্রেন বাতিল ঘোষণা করে দিতে হয়। এছাড়া, রেলের রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা ছিল ভুবনেশ্বরে। শয়ে শয়ে পরীক্ষার্থী এই রেল রোকোর ফলে মাঝপথে আটকা পড়ে যায়। রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, ওই পরীক্ষা নেওয়া হবে আগামী অক্টোবর মাসে। সোমবার সকালে শুরু হওয়া এই রেল অবরোধের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে হাওড়া স্টেশনের ওপর। কয়েক হাজার মানুষ আটকা পড়ে যান স্টেশনে। বহু ট্রেন মাঝপথে আটকা পড়ে যায়।

.