This Article is From Aug 13, 2019

সম্প্রতি আয়করের কোনও নোটিশ পুজো কমিটিগুলিকে পাঠানোই হয়নি: দাবি কর বিভাগের

কলকাতার পুজো কমিটিগুলিকে কোনও আয়করের নোটিশ (IT Notice) পাঠানো হয়নি বলে দাবি কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডের (Central Board of Direct Taxes)।

সম্প্রতি আয়করের কোনও নোটিশ পুজো কমিটিগুলিকে পাঠানোই হয়নি: দাবি কর বিভাগের
নয়াদিল্লি:

কলকাতার পুজো কমিটিগুলিকে (Durga Puja Committee) কোনও নোটিশ (IT Notice) পাঠানো হয়নি বলে দাবি কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডের (Central Board of Direct Taxes)। শহরের বড় বড় দুর্গা পুজো কমিটিগুলোকে আয়কর দফতরের (ITD) তরফে নোটিশ পাঠানো হয়ে বলে বিতর্ক তৈরি হয়। প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেস (TMC)। নোটিসকে কেন্দ্রের প্রতিহিংসাপরায়ণ মানসিকতা বলে কটাক্ষ করে জোড়াফুল শিবির। মঙ্গলবার দলের বঙ্গজননী ব্রিগেড কলকাতার রাস্তায় ধর্নায় বসে। তারই মাঝে কেন্দ্রীয় সংস্থার তরফে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেওয়া হয়, সম্প্রতি এই ধরণের কোনও নোটিশ তারা পাঠায়নি। তবে এর আগে যে তা পাঠানো হয়েছিল সেই বিষয়টি মেনে নিয়েছে আয়কর দফতর (IT)। কারণ হিসাবে বলা হয়েছে, বড় বড় পুজো কমিটির সঙ্গে কাজ করেছে এমন অনেক ঠিকাদারের কর বাকি পড়ে রয়েছে। তাই বিষয়টি দেখার জন্য ৩০টি পুজো কমিটিকে নোটিশ দেওয়া হয়েছিল।

 রাজ্যের পুজো কমিটিগুলিকে আয়করের নোটিশ পাঠানোর প্রতিবাদে ধর্নায় বসল তৃণমূল

আয়কর দফতরের (IT) তরফে জানানো হয়েছে টিডিএস-এর (TDS ) হিসাব মেলাতেই পুজো কমিটিগুলোর থেকে হিসাব চাওয়া হয়। এক্ষেত্রে অনেক পুজো কমিটিই কর দেওয়ার বিষয়টি স্পষ্ট করেছে। টিডিএস স্টেটমেন্টও জমা দিয়েছে। এই নিয়ে বিভ্রান্তির কারণ নেই বলে মনে করে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড।

তাদের দাবি, বহু কমিটির টিডিএস-এর বিষয়টি ভালো করে জানার জন্য শিবিরের আয়োজন করতে আয়কর দফতরকে অনুরোধ করেছিল। গত ১৬ই জুলাই তার আয়োজন করে দফতর। দুর্গাপুজো কমিটিগুলোর সংগঠন ফোরামের আট প্রতিনিধি এতে অংশ নেয়।     

দুর্গাপুজোয় কর, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

পুজো কমিটিগুলো আয়কর নোটিস পাঠানো নিয়ে সরব মুখ্যমন্ত্রী। দিন দুয়েক আগেই ট্যুইটারে তিনি লেখেন, 'অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। আমরা আমাদের জাতীয় উৎসবকে নিয়ে গর্বিত।'  তাঁর সংযোজন, 'উৎসব সকলের। কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না। এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা হবে। বাংলা সরকার গঙ্গাসাগর মেলার  কর প্রত্যাহার করেছে। আমাদের দাবি, দুর্গা পুজো ও কমিটিগুলির ওপর কোনওরকম কর বসানো চলবে না।'

.