This Article is From Aug 11, 2019

‘ভারতের সবচেয়ে বিশ্বাসযোগ্য সংস্থা ২০১৯' পুরস্কার জিতল NDTV

আমেরিকার আন্তর্জাতিক ব্র্যান্ড পরামর্শদাতা সংস্থার ‘ইন্ডিয়াজ মোস্ট ট্রাস্টেড কোম্পানিজ অ্যাওয়ার্ড ২০১৯’ জিতল NDTV।

NDTV জিতল ‘ইন্ডিয়াজ মোস্ট ট্রাস্টেড কোম্পানিজ অ্যাওয়ার্ড ২০১৯’।

নয়াদিল্লি:

আমেরিকার (USA) আন্তর্জাতিক ব্র্যান্ড পরামর্শদাতা সংস্থার ‘ইন্ডিয়াজ মোস্ট ট্রাস্টেড কোম্পানিজ অ্যাওয়ার্ড ২০১৯' (India's Most Trusted Companies Award 2019) জিতল NDTV। ‘ভারতের সবচেয়ে বিশ্বাসযোগ্য সংবাদ সম্প্রচারকারী সংস্থা' ক্যাটিগরিতে এই পুরস্কার পেল NDTV। মার্কিন এই আন্তর্জাতিক ব্র্যান্ড পরামর্শদাতা সংস্থার গবেষণার ভিত্তিতে দেওয়া হয় ‘ইন্ডিয়াজ মোস্ট ট্রাস্টেড কোম্পানিজ অ্যাওয়ার্ড'। কোনও সংস্থার শেয়ার, নেতৃত্ব, কর্মক্ষেত্রের সংস্কৃতি, ব্যবসা নীতি, নতুনত্ব, প্রশাসন, ভাবমূর্তি, কর্পোরেট সামাজিক দায়িত্ব ইত্যাদির জরিপ করে তবে এই পুরস্কার দেওয়া হয়।

.