This Article is From Aug 28, 2019

Narada case: নারদ মামলায় তৃণমূল সাংসদ কেডি সিংকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Narada case: ২০১৪ এ এই স্ট্রিং অপারেশন চালানো হয়েছিল বলে দাবি করা হয়েছে,

Narada case: নারদ মামলায় তৃণমূল সাংসদ কেডি সিংকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

বুধবার সকালে সিবিআই দফতরে হাজির হন কেডি সিং

কলকাতা:

তৃণমূলের রাজ্যসভার সাংসদ কেডি সিং (K D Singh) কে জিজ্ঞাসাবাদ করল সিবিআই, এমনটাই জানিয়েছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নারদ মামলায় (Narada case) বেশ কয়েকজন ব্যক্তিকে টাকা নিতে দেখা গিয়েছিল। বুধবার সকালে সিবিআই দফতরে হাজির হন কেডি সিং। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একই সঙ্গে নারদ নিউজের এডিটর ম্যাথু স্যামুয়েলসকেও তলব করা হয়। তিনিই ব্যবসায়ীর ছদ্মবেশে স্ট্রিং অপারেশন চালিয়েছিলেন, যেখানে রাজনৈতিক নেতা ও আধিকারিকদের টাকা নিতে দেখা গিয়েছিল। ২০১৪ এ এই স্ট্রিং অপারেশন চালানো হয়েছিল বলে দাবি করা হয়েছে, সুবিধা দেওয়ার বিনিময়ে ছদ্মবেশী ব্যবসায়ীর থেকে টাকা নিতে দেখা গিয়েছিল তৃণমূলের প্রথম সারির নেতামন্ত্রীদের।

নারদ মামলায় ১২জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে সিবিআই। তাঁদের মধ্যে রয়েছেন রাজ্য সরকারের মন্ত্রী, সাংসদ এবং একজন আইপিএস আধিকারিক। ইতিমধ্যেই দুর্নীতি দমন আইনে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়েছে।  এই অভিযোগে পাঁচ থেকে  সাত বছরের কারাদণ্ড হতে পারে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.