This Article is From Feb 12, 2019

ডিএমকে প্রধান স্টালিনকে নিমন্ত্রণ করতে চেন্নাই উড়ে গেলেন অম্বানিরা

রিপোর্ট অনুযায়ী, আকাশ এবং ‌শ্লোক মেহতা সামনে মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন। তারা দুজনে ছোটবেলার বন্ধু।

ডিএমকে প্রধান স্টালিনকে নিমন্ত্রণ করতে চেন্নাই উড়ে গেলেন অম্বানিরা

ডিএমকে প্রধান স্টালিনের সঙ্গে মুকেশ ও নীতা অম্বানি

হাইলাইটস

  • মুকেশ ও নীতা অম্বানি ডিএমকে প্রধান এমকে স্টালিনকে নিমন্ত্রণ করেছেন
  • সাক্ষাতের সেই ছবি স্টালিন টুইটারে শেয়ার করেছেন
  • আকাশ এবং ‌শ্লোক মেহতা সামনে মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন
নিউ দিল্লি:

মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নিমন্ত্রণপত্র। শোনা যাচ্ছে রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ অম্বানি এবং তার স্ত্রী নীতা অম্বানি এবার বাকিদের নিমন্ত্রণ করা শুরু করবেন, ছেলে আকাশ এবং শ্লোক মেহতার বিয়ে উপলক্ষে। শোনা যাচ্ছে বিয়ে হবে আগামী মাসে।

“বিধায়কের খুনীদের কাউকেই রেয়াত করা হবে না”, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সোমবার মুকেশ এবং নীতা অম্বানি চেন্নাই উড়ে যান ডিএমকে প্রধান এমকে স্টালিনকে আমন্ত্রণ করার জন্য। মুকেশ অম্বানি এবং নীতার সঙ্গে নিজের বাসভবনে সাক্ষাতের সেই ছবি স্টালিন টুইটারে শেয়ার করেছেন।

রিপোর্ট অনুযায়ী, আকাশ এবং ‌শ্লোক মেহতা সামনে মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন। তারা দুজনে ছোটবেলার বন্ধু। গত বছর জুলাইয়ে তাদের এনগেজমেন্ট হয়। ইশা অম্বানির এনগেজমেন্ট অনুষ্ঠানেও আকাশ এবং শ্লোককে একসঙ্গে দেখা গিয়েছিল। তারা ইশার সঙ্গীতেও একসঙ্গে পারফর্ম করেছিলেন।

lakml2b8

নিজেদের এনগেজমেন্ট পার্টিতে আকাশ অম্বানি ও শ্লোক মেহতা

হীরের ব্যবসায়ী মার্চেন্ট রাসেল মেহতার মেয়ে শ্লোক।

চিটফান্ড কেলেঙ্কারির প্রতিবাদ, গ্রেফতার ৫৯ কংগ্রেস কর্মী

গত বছর ডিসেম্বর মাসে ইশা অম্বানির বিয়ে হয় আনন্দ পিরামলের সঙ্গে। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মুম্বইয়ের প্রায় সমস্ত প্রথম সারির সেলিব্রিটি। এমনকি প্রাক্তন আমেরিকান সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিনটন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মেনকা গান্ধী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, অভিনেতা রজনীকান্ত-সহ অজস্র নেতারা উপস্থিত হয়েছিলেন।

আরও খবর দেখুন এখানে

.