This Article is From Jun 22, 2020

প্রথম ভারতীয় সংস্থা! বিশ্ববাজারে রিলায়েন্সের বাজার দর ১৫০ বিলিয়ন ডলার

সংস্থার সূত্রে খবর, ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত রিলায়েন্সের বাজারে ঋণ ছিল ১,৬১,০৩৫ কোটি টাকা

প্রথম ভারতীয় সংস্থা! বিশ্ববাজারে রিলায়েন্সের বাজার দর ১৫০ বিলিয়ন ডলার

ফাইল ছবি।

মুম্বই:

প্রথম ভারতীয় সংস্থা হিসেবে বিশ্ববাজারে প্রভাব বিস্তার করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিস (Reliance Industry)। জানা গিয়েছে, মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থার শেয়ার মূল্য প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলার। সোমবার বাজার খোলার পর দেখা গিয়েছে সংস্থার বাজার দর ১১,৪৩,৬৬৭ কোটি টাকা। মার্কিন ডলারের হিসেবে ১৫০ বিলিয়ন ডলার। শুক্রবার পর্যন্ত এই দর (Global stock value) ছিল ২৮,২৪৮.৯৭ কোটি টাকা। সংস্থার বিএসই সূচক ২.৫৩% বৃদ্ধি পায়। সপ্তাহের প্রথম কাজের দিনে সূচক ছিল ভারতীয় মুদ্রায় ১৮০৪.১০। এনএসই সূচকের লক্ষ্যণীয় বৃদ্ধি পরিলক্ষিত। রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার সূচক ২.৫৪% বেড়ে ছিল ১৮০৪.২০ টাকা। গত সপ্তাহেই সংস্থার কর্ণধারের মুকেশ আম্বানি দাবি করেছেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি সম্পূর্ণ ঋণমুক্ত (Net debt free)। তারপর থেকেই বাড়তে শুরু করে সংস্থার বাজারদর। শুক্রবার দর প্রায় ৬% বেড়ে দাঁড়িয়েছিল ১১ লক্ষ কোটি টাকা।

এদিকে, গত দু'মাসে প্রায় ১ লক্ষ ৬৯ হাজার কোটি টাকা আন্তর্জাতিক বিনিয়োগ নিশ্চিত করেছে মুকেশ আম্বানির সংস্থা। এই বিনিয়োগ সংস্থাকে ঋণমুক্ত করতে সাহায্য করেছে, এমনটাই সূত্রের খবর। রিলায়েন্স ইন্ডাস্ট্রি গত দু'মাসে তাদের ডিজিটাল প্লাটফর্মের সামান্য শতাংশ শেয়ার বিক্রি করে এক লক্ষ ১৫ হাজার কোটি বিনিয়োগ নিশ্চিত করেছে। পাশাপাশি সত্ব বিক্রি বাবদ আয় হয়েছে ৫৩ হাজার ১২৪ কোটি টাকা। সংস্থার সূত্রে খবর, ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত রিলায়েন্সের বাজারে ঋণ ছিল ১,৬১,০৩৫ কোটি টাকা। বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রি বলেছে, "সংস্থার ডিজিটাল ইউনিটের ২.৩২% শেয়ার সৌদি আরবের পিআইএফ-কে বিক্রি করে ১১ হাজার ৩৬৭ কোটি টাকা আয় করেছে।" ফলে এই বিনিয়োগের জেরে প্রায় ১৯% বেড়েছে সংস্থার স্টক।

.