This Article is From Mar 15, 2019

বাসুদেব আচারিয়াকে হারিয়ে আসা মুনমুন এবার লড়বেন বাবুলের বিরুদ্ধে

Lok Sabha Elections 2019: পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে প্রার্থী  হিসেবে তাঁর নাম ঘোষণা  হওয়ার পরও আলোচনা হয়েছিল।

বাসুদেব আচারিয়াকে  হারিয়ে আসা মুনমুন এবার লড়বেন বাবুলের বিরুদ্ধে

Lok Sabha Elections 2019:মুনমুনের প্রার্থী হওয়ার কথা জানতে পেরে টুইট  করেছেন বাবুল।

হাইলাইটস

  • বাসুদেব আচারিয়াকে হারিয়ে আসা মুনমুন এবার লড়বেন বাবুলের বিরুদ্ধে
  • পারিবারিক সূত্র বলছে নতুন আসনে লড়তে হবে জেনে মুনমুন সেন খুশি
  • মমতাজি আমার বিরুদ্ধে সেনসেশানাল প্রার্থী দেন, প্রতিক্রিয়া বাবুলের
কলকাতা:

পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে (lok Sabha Election) প্রার্থী  হিসেবে তাঁর নাম ঘোষণা  হওয়ার পরও আলোচনা হয়েছিল। এবারও  তিনি-ই আলোচনার কেন্দ্র বিন্দুতে।  ২০১৪ সালে  বাঁকুড়া আসন থেকে  সিপিএমের  দীর্ঘ দিনের সাংসদ বাসুদেব আচারিয়াকে  পরাজিত করেন মুনমুন সেন (Moonmoon Sen )। এবার তাঁকে বাঁকুড়া থেকে সরিয়ে  আসানসোলে নিয়ে  যাওয়া হয়েছে। এই কেন্দ্রের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo )।  প্রার্থী হিসেবে যখন তাঁর নাম ঘোষণা হচ্ছে তখন  তিনি কলকাতা থেকে অনেক দূরে মুম্বইতে নিজের মেয়ে  রাইমা সেনের সঙ্গে  সময় কাটাচ্ছেন। তাঁর সঙ্গে  যোগাযোগ করা না গেলেও পারিবারিক সূত্র বলছে নতুন আসনে লড়তে  হবে জেনে মুনমুন সেন খুশি।               

লোকসভা ভোটের প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল, বাদ পড়লেন ১০ জন বর্তমান সাংসদ

 

 

মুনমুনের প্রার্থী হওয়ার কথা জানতে পেরে টুইট  করেছেন বাবুল। তাতে তিনি লিখেছেন, মমতাজি আমার বিরুদ্ধে  চিরকাল সেনসেশেনাল প্রার্থী দাঁড় করান। ২০১৪ সালে দোলা সেন আর এবার  মুনমুন সেন! ২০১৪ সালে প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন বাবুল।   

নিজের সুবিধামতো ভোটের সূচি তৈরি করেছেন মোদীবাবুঃ মমতা

মুনমুনের রাজনীতিতে আসাটাও কিছুটা আকস্মিক। ২০১৪ সালের জানুয়ারি মাসে  প্রয়াত হন তাঁর মা  সুচিত্রা সেন। বাংলা ছবির অবিসংবাদিত এই নায়িকা নিজেকে  লোকচক্ষুর অন্তরালে  রাখতে চেয়েছিলেন। তাঁর মৃত্যুর পরও যাতে  সেটা রক্ষিত হয় সেই চেষ্টা করেন মমতা। এরপরই প্রার্থী হন মুনমুন। বাঁকুড়া থেকে লড়ে  বাসুদেব আচারিয়াকে পরাজিত করেন মুনমুন। অন্যদিকে এবার  ভোট নিয়ে চর্চার শুরু থেকেই বাংলায় বেশি আসন জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি।      

.