This Article is From Jun 14, 2018

আগুন লেগে গেল মার্চেন্ট ভেসেল এসএসএল কলকাতায়, উদ্ধার করা হল 22 জন কর্মচারীকে

সমস্ত কর্মচারী এবং 464’টি কন্টেনার সঙ্গে করে কৃষ্ণপতনম থেকে কলকাতার দিকে আসছিল জাহাজটি।

আগুন লেগে গেল মার্চেন্ট ভেসেল এসএসএল কলকাতায়, উদ্ধার করা হল 22 জন কর্মচারীকে
কলকাতা: ভারতের উপকূলরক্ষী বাহিনীর জাহাজ রাজকিরণ এবং ডর্নিয়ের এয়ারক্রাফট আজ বৃহস্পতিবার আগুন লেগে যাওয়া মালপত্র বহনকারী ভারতীয় জাহাজ এমভি এসএসএলের 22 জন কর্মীকে উদ্ধার করে। গতকাল রাতে ওই জাহাজটিতে আগুন লেগে গিয়েছিল।

উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ডর্নিয়ের এয়ারক্রাফট ছাড়ে কলকাতা থেকে। হলদিয়া থেকে আইসিগিএস রাজকিরণ জাহাজটি ছাড়ে সকাল 8:30 নাগাদ।

অত্যন্ত খারাপ আবহাওয়া ও সমুদ্রের ভয়ঙ্কর রুক্ষ হালের মধ্যেই উদ্ধারকার্য চালিয়ে যায় উপকূলরক্ষী বাহিনী।
“জ্বালানী তেল এখনও ছড়িয়ে পড়ার কোনও খবর আসেনি। যদিও, সেরকম কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে উপকূলরক্ষী বাহিনী। 464’টি কন্টেনার নিয়ে চলেছিল মার্চেন্ট ভেসেল এসএসএল কলকাতা। 

আমরা ওই জাহাজে থাকা সমস্ত কর্মীকেই সফলভাবে উদ্ধার করতে পেরছি এবং তাঁরা প্রত্যেকেই এখন নিরাপদে আছেন”, বলেন উপকূলরক্ষী বাহিনীর উত্তর-পূর্ব সদর দফতরের ইনস্পেক্টর জেনারেল কুলদীপ সিং শেওরান।

সমস্ত কর্মচারী এবং 464’টি কন্টেনার সঙ্গে করে কৃষ্ণপতনম থেকে কলকাতার দিকে আসছিল জাহাজটি।

উদ্ধারকারী দল উদ্ধারকার্যের জন্য দুর্ঘটনাগ্রস্থ জাহাজ ‘এমভি এসএসএল কলকাতা’র কাছে পৌঁছে দেখেন ততক্ষণে জাহাজটির অন্তত 70 শতাংশে আগুন লেগে গিয়েছে।

ওই 464’টি কন্টেনারের মধ্যে একটিতে বিস্ফোরণ হওয়ায় আগুন লেগে যায়। তারপর সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বাকি বেশ কিছু কন্টেনারে।

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.