This Article is From Jul 24, 2018

অ্যান্টিগায় পালিয়েছে মেহুল চোকসি, ওখানকার স্থানীয় পাসপোর্টও তার জিম্মায়

অর্থ জালিয়াতিতে অভিযুক্ত ওই দুই ব্যক্তি ও তাদের পরিবার এই বছরের জানুয়ারি মাসে  পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অর্থ কেলেঙ্কারি প্রকাশ্যে আসার আগের রাতেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল।

অ্যান্টিগায় পালিয়েছে মেহুল চোকসি, ওখানকার স্থানীয় পাসপোর্টও তার জিম্মায়

 মামা-ভাগ্নেকে 'পলাতক অর্থ জালিয়াত' হিসাবে  আদালতের কাছে ঘোষণা করার অনুরোধ করা হয়। 

নিউ দিল্লি:

সাড়ে তেরো হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে জড়িত মেহুল চোকসি তাঁর ভাগ্নে নীরব মোদীর সঙ্গে অ্যান্টিগাতে পালিয়ে গিয়েছে বলে এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। সেখানকার স্থানীয় পাসপোর্টও যোগাড় করে ফেলেছে তারা।

অর্থ জালিয়াতিতে অভিযুক্ত ওই দুই ব্যক্তি ও তাদের পরিবার এই বছরের জানুয়ারি মাসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অর্থ কেলেঙ্কারি প্রকাশ্যে আসার আগের রাতেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। তদন্তকারী দল তাদের অনুসন্ধানে গিয়ে জানতে পারে যে, নীরব মোদী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে লুকিয়ে রয়েছে। জামিন-অযোগ্য পরোয়ানা বের করা হয় তাদের নামে। তারপরই ইন্টারপোল একটি 'রেড কর্নার' নোটিস জারি করে। ইন্টারপোলের আরেকটি নোটিস বেরোনোর পর অ্যান্টিগার কর্তৃপক্ষ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানায়, মেহুল চোকসি এই মাসেই অ্যান্টিগাতে পা রেখেছে। ওই দেশেরপাসপোর্টেরও অধিকারী এখন সে। গত মাসেই, ইডি'র পক্ষ থেকে ওই মামা-ভাগ্নেকে 'পলাতক অর্থ জালিয়াত' হিসাবে  আদালতের কাছে ঘোষণা করার অনুরোধ করা হয়। এছাড়া, তাদের সাড়ে তিনহাজার কোটি টাকারসম্পত্তি, যা ভারত, গ্রেট ব্রিটেন ও সংযুক্ত আরব আমিরশাহীতে ছড়ানো আছে, তা বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়ার অনুরোধও করা হয়।

.