This Article is From May 23, 2020

সুরের মুর্ছনায় ডুবে মুখ্যমন্ত্রী, ইনস্টাগ্রামে পোস্ট করলেন সেই ছবি

৪৬ সেকেন্ডের ভিডিওটি নিজের অফিসিয়ার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, “ওয়েস্টেড ইয়ার্স” বাজাতে দেখা গিয়েছে তাঁকে

সুরের মুর্ছনায় ডুবে মুখ্যমন্ত্রী, ইনস্টাগ্রামে পোস্ট করলেন সেই ছবি

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

শিলং/নয়াদিল্লি:

লকডাউনের সময়ে নিজস্ব কাজকর্মের গতিতে অনেকটাই শিথিলতা এসেছে, ফলে সুপ্ত প্রতিভা বা অবসর কাটানোয় মজে রয়েছেন অনেক নেতামন্ত্রী। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে( Conrad Sangma) দেখা গেল আয়রন মেডান (Iron Maiden) বাজাতে, যে ছবিতে অভিভুত নেটিজেনরা, মুখ্যমন্ত্রীর দক্ষতার প্রশংসা করেছেন তাঁরা। ৪৬ সেকেন্ডের ভিডিওটি নিজের অফিসিয়ার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, “ওয়েস্টেড ইয়ার্স” বাজাতে দেখা গিয়েছে তাঁকে। পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, “তিনদিনের বিরক্তিকর অধিবেশনের পর...আয়রড মেডানের সঙ্গে কিছুক্ষণ...আমি দীর্ঘদিন এটা বাজায়নি, ফলে কিছু ভুলত্রুটি হতে পারে”। ১৯৮৬ সালে লন্ডনের ব্যান্ড “সামহোয়ার ইন টাইম” অ্যালবামটি প্রকাশ করে, সেখান থেকেই গানটি বাজান কনরাড সাংমা।

শুক্রবার রাতে শেয়ার করা ভিডিওটিতে ইতিমধ্যেই ২৪,০০০ বার দেখা হয়েছে। ফেসবুক এবং ট্যুইটারেও উপচে পড়়েছে প্রশংসা।

.

এক ট্যুইটার ব্যবহারকারী লেখেন, “মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা কখনও আমাদের খুশী করতে ব্যর্থ হন না, তাঁকে অভিনন্দন”।

আরেকজন ভিডিওটি পোস্ট করে লেখেন, “ইনিই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের বন্ধু কনরাড সাংমা”|

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে বিশ্বজুড়ে চলছে লকডাউন, ফলে  ঘরের চার দেওয়ালের মধ্যে থাকতে হচ্ছে সবাইকে। সেই সময়ে অনেকেই বিভিন্ন বাদ্যযন্ত্র, নাচ অথবা নানান কার্যকলাপ পারফর্ম করছেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।

Click for more trending news


.