This Article is From Sep 19, 2018

ইছাপুর রাইফেল ফ্যাক্টারি থেকে আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগ, গ্রেফতার এক

ইছাপুর  রাইফেল  ফ্যাক্টারি থেকে আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি।

ইছাপুর  রাইফেল  ফ্যাক্টারি থেকে আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগ, গ্রেফতার এক

গত মে মাসের 6 তারিখ এই মর্মে অভিযোগ দায়ের হয়।

হাইলাইটস

  • ইছাপুর রাইফেল ফ্যাক্টারি থেকে আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগে গ্রেফতার এক
  • মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ থানা
  • গত মে মাসের 6 তারিখ এই মর্মে অভিযোগ দায়ের হয়
কলকাতা:

ইছাপুর  রাইফেল  ফ্যাক্টারি থেকে আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। ইছাপুরের নোয়াপাড়া এলাকার নেপালচন্দ্র স্ট্রিটের বাড়ি  থেকে মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ থানা। গত মে মাসের 6 তারিখ এই মর্মে অভিযোগ দায়ের হয়।

তার ভিত্তিতে তদন্ত করেই এদিন দ্বারকা সাউ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কাল তাঁকে কলকাতার নগর দায়র আদালতে  পেশ করা হবে। তারে বিরুদ্ধে অস্ত্র আইনের একাধিক দারায় মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে ধৃত ব্যক্তি ইছাপুর রাইফেল ফ্যাক্টারির বিভিন্ন ঠিকাদারের অধীনে চাকরি করত।  লোহার সামগ্রী লোডিং এবং আনলোডিংয়ের কাজ করতেন দ্বারকা। আর তারই ফাঁকে নাকি আগ্নেয়াস্ত্র চুরি করতেন তিনি। ধৃতকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করতে  শুরু করেছেন আধিকারিকরা। তাঁর সঙ্গে আর কেউ যুক্ত ছিল কিনা তা জানার কাজ শুরু হয়েছে।  

.