This Article is From Jun 27, 2019

মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ব্যর্থতা'ই বাংলায় বিজেপির উত্থানের কারণ:অধীর চৌধুরী

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে বিজেপি পশ্চিমবঙ্গে সমান্তরাল সরকার চালাতে চাইছে,বিজেপিকে রুখতে মমতা তৃণমূলের হাত ধরার আহ্বান জানান কংগ্রেস ও সিপিএমকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ব্যর্থতা'ই বাংলায় বিজেপির উত্থানের কারণ:অধীর চৌধুরী

বিজেপিকে রুখতে মমতা বন্দ্য়োপাধ্য়ায় তৃণমূলের হাত ধরার আহ্বান জানান কংগ্রেস ও সিপিএমকে

কলকাতা:

পশ্চিমবঙ্গে (West Bengal) বিজেপির (BJP) বাড়বাড়ন্তের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের “ব্যর্থতা”-কেই (Failures) দায়ী করলেন লোকসভায় কংগ্রেসের (CONG) দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।পাশাপাশি রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াইকে কতটা গুরুত্ব দিচ্ছেন তা নিয়েও সন্দিহান ওই কংগ্রেস নেতা।যেভাবে গত সাধারণ নির্বাচনে বিজেপি রাজ্যে ভাল জায়গা করে নিয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৃণমূল নেত্রী বৃহস্পতিবারই কংগ্রেস ও সিপিএমের প্রতি বিজেপিকে রোখার আহ্বান জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আহ্বানকে কটাক্ষ করে অধীর বলেন,”যদি সত্যিই বিজেপিকে রুখতে চাইতেন তিনি তাহলে নিশ্চয়ই কংগ্রেসের(CONG) শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতেন। পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপির বাড়বাড়ন্ত হচ্ছে তার নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ব্যর্থতাই দায়ী”,সংবাদসংস্থা এএনআইকে বলেন শ্রী চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। 

বিজেপিকে রুখতে একসঙ্গে লড়তে হবে তৃণমূল, কংগ্রেস, সিপিআইএমকে: মুখ্যমন্ত্রী মমতা

রাজ্য বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের উপর বিতর্ক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন যে বিজেপি পশ্চিমবঙ্গে সমান্তরাল সরকার চালাতে চাইছে।বিজেপিকে রুখতে কংগ্রেস সিপিএমকেও তাঁদের সঙ্গে একযোগে লড়াই করার আহ্বান জানান তৃণমূল নেত্রী।

“বিজেপিকে (BJP) ভোট দেওয়ার পর ভাটপাড়ার অবস্থা কি দাঁড়িয়েছে তা মানুষ দেখতে পাচ্ছেন। আমি মনে করি আমাদের সবার একসঙ্গে হয়ে (তৃণমূল,কংগ্রেস,সিপিএম)বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত।তবে এর মানে এই নয় যে আমরা রাজনৈতিক জোট গঠনের কথা বলছি, কিন্তু সাধারণ ইস্যুতে আমরা একসঙ্গে প্রতিবাদ করতেই পারি”,বলেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee) ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধী বলে পরিচিত অধীর রঞ্জন চৌধুরীকে একজন “যোদ্ধা” বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর সর্বদল বৈঠকে অধীরকে ওই সম্বোধন করেন মোদি। 

জলের অভাবে শুকোচ্ছে চেন্নাই! সোশ্যাল মিডিয়ায় পোস্ট উদ্বিগ্ন লিওনার্দো ডি ক্যাপ্রিওর

১৯৯৯ সাল থেকে একটানা পশ্চিমবঙ্গের বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে প্রতিনিধিত্ব করছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও বহরমপুর থেকে জেতেন অধীর।

এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নিজেদের জায়গা আরও দৃঢ় করে বিজেপি। মোট ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টি আসনে জেতে গেরুয়া দল, শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC) জেতে ২২টি আসন। এর আগে ২০১৪-র লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে মাত্র ২টি আসন জিতেছিল বিজেপি (BJP) ।

.