This Article is From Oct 24, 2018

সিবিআইয়ের অন্দরে চলতে থাকা বিতর্কের মাঝে অধিকর্তা বদল

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় অন্দরে চলতে থাকা বিতর্কের মাঝে অধিকর্তা বদল করা হল।

অলোক বর্মার  জায়গায় অন্তর্বর্তীকালীন অধিকর্তা হলেন এম নাগেশ্বর রাও।

হাইলাইটস

  • সিবিআইয়ের অন্দরে চলতে থাকা বিতর্কের মাঝে অধিকর্তা বদল
  • অলোক বর্মা এবং বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানো হল
  • অলোক বর্মার জায়গায় অন্তর্বর্তীকালীন অধিকর্তা হলেন এম নাগেশ্বর রাও
নিউ দিল্লি:

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় অন্দরে চলতে থাকা বিতর্কের মাঝে অধিকর্তা বদল করা হল। সিবিআইয়ের অধিকর্তা  অলোক বর্মা এবং  বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানো হল।  অলোক বর্মার  জায়গায় অন্তর্বর্তীকালীন অধিকর্তা হলেন এম নাগেশ্বর রাও। 1986 সালের এই আইপিএস আফিসার এতদিন ছিলেন যুগ্ম  অধিকর্তা পদে। সরকারি নির্দেশিকা জারি করে  বলা হয়েছে নাগেশ্বর রাও সিবিআই অধিকর্তার দায়িত্ব সামলাবেন।

lbt12528

         

একই সঙ্গে  অলোক এবং রাকেশের অফিসও  সিল করে  দেওয়া হয়েছে। তাছাড়া  অধিকর্তার সঙ্গে কাজ  করতেন এমন সমস্ত  আধিকারিককেও ছুটিতা পাঠিয়ে  দেওয়া হয়েছে।  দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তরের 10 এবং 11 নম্বর তলা  সিল করে  দেওয়া  হয়েছে। এই  তলা  দুটিতেই বসতেন ছুটিতে  যাওয়া আধিকারিকরা। জানা  গিয়েছে  এই পদক্ষেপ করার ব্যাপারে  পরামর্শ  দিয়েছিলেন দেশের চিফ ভিজিল্যান্স কমিশনার। তাতে সম্মতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এ ভাবেই সপ্তাহ খানেক ধরে  চলতে থাকা  বিতর্কে রাশ টানতে  চাইছে কেন্দ্র। অন্যদিকে এই ঘটনায় চড়েছে রাজনীতির পারদ। কংগ্রেস সভাপতি  রাহুল গান্ধি রাকেশ আস্থানাকে প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র বলে কটাক্ষ করেছেন।

.