This Article is From Apr 04, 2019

পাঁচ বছরে অর্পিতার সম্পত্তি বাড়ল পাঁচ গুণ

Loksabha Elections 2019: বাংলা নাটকের এই পরিচিত মুখ মনোনয়নপত্র নিয়েছেন তার হাতে ৯২ হাজার টাকা নগদ আছে।

পাঁচ বছরে অর্পিতার সম্পত্তি বাড়ল পাঁচ গুণ

বালুরঘাট কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন অর্পিতা।

হাইলাইটস

  • পাঁচ বছরে প্রায় পাঁচ গুণ বেড়েছে সাংসদ অর্পিতা ঘোষের সম্পত্তির পরিমাণ
  • গতবারের পরে এবারও বালুরঘাট কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অর্পিতা
  • তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ২৮ লাখ ২৪ হাজার টাকা
কলকাতা:

পাঁচ বছরে প্রায় পাঁচ গুণ বেড়েছে সাংসদ অর্পিতা ঘোষের (TMC MP Arpita Ghosh)  সম্পত্তির পরিমাণ। গতবারের মতো এবারও লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2019)  বালুরঘাট কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অর্পিতা। নিজের মনোনয়নপত্রে (Nomination Paper) অর্পিতা এবার জানিয়েছেন তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ২৮ লাখ ২৪ হাজার টাকা। গতবার এটাই ছিল ৫ লাখ ৪৪ হাজার টাকা। বাংলা নাটকের এই পরিচিত মুখ মনোনয়নপত্র নিয়েছেন তার হাতে ৯২ হাজার টাকা নগদ আছে। ব্যাংকে রয়েছে ২৪ লাখ ৬০  হাজার টাকা। এছাড়া বিভিন্ন খাতে আরো তিন লাখ টাকা বিনিয়োগ করেছেন অর্পিতা। গতবার বালুরঘাট থেকে বিপুল ভোটে জয়ী হন অর্পিতা এবার তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির সুকান্ত মজুমদার এবং আরএসপির রণেন বর্মন। 

ইস্তেহারে কথা দিলে তা পালন করতেই হবে: মমতা

এদিকে আজ উত্তরবঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। বলার অপেক্ষা রাখে না একে অপরকে নিশানা করার কাজে  কোনও ফাঁক রাখবেন না এই দু'জন। সমস্ত সভা ঘিরেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে  তাতে বলা যায় শিলিগুড়ি এবং কলকাতায় মোদীর সভা শেষ  হয়ে যাওয়ার পর দিনহাটায়  সভা  করবেন মমতা। অনেকেই বলছেন শেষ উত্তর দিতে চান বলেই সভার দিন এগিয়ে এনেছেন মমতা।  আগে  কথা ছিল বৃহস্পতিবার থেকে প্রচার শুরু  করবেন। এখন জানা  গিয়েছে আজ থেকেই তাঁর প্রচার শুরু হবে।   



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.