This Article is From Mar 11, 2019

লোকসভা নির্বাচনে প্রথম বার ভোট দেবেন দেড় কোটি ভোটার

লোকসভা  ভোটের(Loksaabha Elections 2019) দিনক্ষণ ঘোষণা হয়ে  গিয়েছে। পরের মাসের ১১ তারিখ শুরু হয়ে সাত দফায় ভোট হবে দেশের বিভিন্ন রাজ্যে। নির্বাচন কমিশন জানিয়েছে প্রথমবার ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা  দেড় কোটিরও বেশি।

লোকসভা নির্বাচনে প্রথম বার ভোট দেবেন দেড় কোটি ভোটার

তরুণ তরুণীদের প্রতি প্রধানমন্ত্রীর আবেদন, "আপনারা রেকর্ড সংখ্যায় ভোট দিন"।

হাইলাইটস

  • প্রথমবার ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা দেড় কোটিরও বেশি
  • নতুন ভোটারদের বেশি করে নির্বাচনী পক্রিয়ায় অংশ নিতেঃ মোদী
  • ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ভোটারের সংখ্যা ৯০ কোটি
নিউ দিল্লি:

লোকসভা  ভোটের (Lok Sabha Elections 2019) দিনক্ষণ ঘোষণা হয়ে  গিয়েছে। পরের মাসের ১১ তারিখ শুরু হয়ে সাত দফায় ভোট হবে দেশের বিভিন্ন রাজ্যে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথমবার ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা  দেড় কোটিরও বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) নতুন ভোটারদের আরও বেশি করে নির্বাচনী পক্রিয়ায় অংশ নিতে বলেছেন। ১৮  থেকে ১৯ বছর বয়সী  এই সব  তরুণ তরুণীদের প্রতি প্রধানমন্ত্রীর আবেদন, "আপনারা রেকর্ড সংখ্যায় ভোট দিন"। দেশের ভোট ভোটারের সংখ্যা ৯০ কোটি। তার মধ্যে নতুন ভোটার ১. ৬৬ শতাংশ। এ বছরের ১ জানুয়ারি ১৮ পূর্ণ করেছেন এমন ভোটাররাই এবার ভোট প্রক্রিয়ায় (Lok Sabha Elections 2019) অংশ নেবেন।        

১১ এপ্রিল থেকে ৭ দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ, ফলাফল ২৩ মে

ভোটের দিন ঘোষণার সময় মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল আরোরা বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ভোটারের সংখ্যা ৯০ কোটি।  এই সংখ্যাটা ২০১৪ সালের তুলনায় প্রায় ৮ কোটি বেশি। এর মধ্যে  নতুন ভোটারের সংখ্যা মোট ভোটারের প্রায় ১.৬৬ শতাংশ।  এদিকে এ বছর রূপান্তরকামী ভোটারের সংখ্যা ৩৮ হাজার ৫২৫। নির্বাচন কমিশন জানিয়েছে বিশ্বের অনান্য দেশগুলিতে থাকা ভারতীয়রা ভোট প্রক্রিয়ায় অংশ গ্রহণ সংক্রান্ত আইনে বদল এসেছে। এ বছর এ ধরনের ভোটারের সংখ্যা ৭১ হাজার ৭৩৫ জন। দেশে মোট ১ কোটি ৩৫ লাখ ৯১৮টি ভোট গ্রহণ কেন্দ্র তৈরি হয়েছে। গতবার ভোট কেন্দ্রের এক কোটির কাছাকাছি। ভোট ঘোষণা হওয়ার পরেই টুইট করে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ ভোট এলো। গণতন্ত্রের উৎসব শুরু হতে চলেছে। আমি আশা করি এবার রেকর্ড পরিমাণ ভোট পড়বে। বিশেষ করে প্রথমবার ভোট দিচ্ছেন এমন ভোটারদের বলছি আপনারা রেকর্ড পরিমাণে ভোট দিন।'      

 

.