This Article is From Jul 30, 2018

জালিয়াতি মামলায় অভিযুক্ত লালু ও তাঁর পরিবারকে ডেকে পাঠাল আদালত

জালিয়াতিতে অভিযুক্ত লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের পুত্র তেজস্বী যাদবকে ডেকে পাঠাল দিল্লির আদালত

জালিয়াতি মামলায় অভিযুক্ত লালু ও তাঁর পরিবারকে ডেকে পাঠাল আদালত

31 অগস্টের আগে হাজিরা দিতে হবে তাঁদের।

নিউ দিল্লি:

ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-এর জালিয়াতিতে অভিযুক্ত লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের পুত্র তেজস্বী যাদবকে ডেকে পাঠাল দিল্লির আদালত।

বিশেষ বিচারপতি অরবিন্দ কুমার 31 অগস্টের আগে আদালতে হাজিরা দেওয়ার  জন্য নির্দেশ দিলেন তাঁদের। আইআরসিটিসির দুটি হোটেলে বেসরকারি সংস্থার কর্মসংস্থানের চুক্তিতে গাফিলতির অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে।

গত 16 এপ্রিল এই মামলায় চার্জশিট দাখিল করে সিবিআই। সেই চার্জশিটে স্পষ্টভাবে এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

আরজেডির প্রধান ও তাঁর পরিবারের সদস্যরা ছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রেমচন্দ গুপ্ত এবং তাঁর স্ত্রী সরলা গুপ্ত, আইআরসিটিসির তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর বি কে আগরওয়াল এবং আইআরসিটিসির তৎকালীন অধিকর্তা রাকেশ সাক্সেনার নামও রয়েছে ওই চার্জশিটে।

আইআরসিটিসির তৎকালীন গ্রুপ জেনারেল ম্যানেজার ভি কে আস্থানা এবং আর কে গোয়েল এবং সুজাতা হোটেল এবং চাণক্য হোটেলের দুই অধিকর্তা বিজয় কোচর ও বিনয় কোচরের নামও রয়েছে ওই চার্জশিটে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.