This Article is From Jul 07, 2018

কাশ্মীর: নিরাপত্তা বাহিনীর গুলিতে 16 বছরের এক যুবতী সহ মৃত তিন

এরা সকলেই কুলগামের বাসিন্দা ছিল, যাতে গুজব ছড়িয়ে পড়ার ফলে প্রতিবাদ আরও বৃদ্ধি না পায় সেই কারণে কুলগাম ও অন্ততনাগ জেলার ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে

কাশ্মীর: নিরাপত্তা বাহিনীর গুলিতে 16 বছরের এক যুবতী সহ মৃত তিন
শ্রীনগর:

অনবরত পাথর ছোঁড়ার জন্য বিব্রত কাশ্মীরের নিরাপত্তা বাহিনী আজ তাদের উদ্দেশ্য করে গুলি ছোঁড়ার ফলে হতাহতের ঘটনা ঘটে গেছে। এই ঘটনার জেরে 16 বছরের এক যুবতী সহ প্রাণ হারিয়েছে তিন।

ঘটনাটি ঘটেছে কুলগাম এলাকায়। সূত্র থেকে পাওয়া খবর অনুসারে, আর্মি পেট্রোলের ওপর আক্রমন করার জন্য নিরাপত্তা বাহিনী গুলি চালাতে শুরু করে।

এই ঘটনার জেরে সাকির আহমদ, 22, ইরশাদ মাজিদ, 20 এবং 16 বছরের আন্দালীব প্রাণ হারিয়েছে।

এই ঘটনার জেরে প্রায় 10 জন প্রতিবাদী আহত হয়েছে, গুলির আঘাতেই তার আহত হয়েছে বলে জানানো হয়েছে সংবাদ মাধ্যম আইএএনএস-এর পক্ষ থেকে। তাদের হাসপাতালে নিয়েযাওয়া হয়েছে। 

সম্পূর্ণ এলাকা জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং আরও প্রতিবাদ চলছে। 

এরা সকলেই কুলগামের বাসিন্দা ছিল, যাতে গুজব ছড়িয়ে পড়ার ফলে প্রতিবাদ আরও বৃদ্ধি না পায় সেই কারণে কুলগাম ও অন্ততনাগ জেলার ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। 

.