This Article is From Aug 29, 2018

এবার এলইডি স্ক্রিনে পুজো দেখবেন মথুরার কৃষ্ণ ভক্তরা

মন্দিরের ভিতরে এবং বাইরে এলইডি স্ক্রিন বসানো হবে

এবার এলইডি স্ক্রিনে পুজো দেখবেন মথুরার কৃষ্ণ ভক্তরা

মথুরায় কৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষ্যে প্রস্তুতি জোর কদমে

নিউ দিল্লি:

কৃষ্ণের জন্মভূমি বলে পরিচিত মথুরা সেজে উঠছে জন্মাষ্টমী উদযাপনের জন্য। তিন সেপ্টেম্বর জন্মাষ্টমী বলে কৃষ্ণের মন্দির সাজানোর প্রস্তুতি পুরোদমে চলছে। জন্মাষ্টমী উপলক্ষ্যে এই মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে। কৃষ্ণ জন্মভুমি ট্রাস্টের সচিব কপিল শর্মা বলেন, "ভক্তরা এবার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অনুষ্ঠান দেখার বিশেষ সুযোগ পাবেন।" তিনি জানান যে, মন্দিরের ভিতরে এবং বাইরে এলইডি স্ক্রিন বসানো হবে। তাতে ভক্তরা পুরো অনুষ্ঠান মন ভরে দেখতে পাবেন। 3 সেপ্টেম্বর রাত্রি দেড়টা পর্যন্ত খোলা থাকবে মন্দির।

জন্মাষ্টমীতে বাঁকেবিহারী মন্দির তথা কৃষ্ণ বলরাম মন্দিরের বিদেশি ভক্তরাও তুমুল উৎসাহে এই উৎসব পালন করেন। মথুরায় শ্রীকৃষ্ণের মন্দিরও রয়েছে অনেক। দ্বারিকাধীশ মন্দির, বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দির, রাধারমন মন্দির, রাধাবল্লভ মন্দির, ইস্কন মন্দির, প্রেম মন্দির, বরসানা মন্দির, গোবর্ধনের দানবিহারী মন্দির, গোকুল মন্দির বিশেষভাবে সাজানো হয় কৃষ্ণের জন্মকে উপলক্ষ্য করে।

জন্মাষ্টমীর দিনে নিয়ম মেনে ভক্তরা ব্রত পালন করেন, পুজো করেন এবং রাত বারোটার পর প্রিয় গোপালকে মাখন ভোগ খাওয়ান।

.