এক বছরের মাথায় রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন শাহ ফয়জল। (ফাইল ছবি)
রাজনীতির ময়দানে অভিষেকের ১৬ মাসের মাথায় সন্ন্যাস নিলেন শাহ ফয়জল। জম্মু-কাশ্মীরের প্রাক্তন এই তরুণ আইএএস ২০১৯-এর মার্চে জেকেপিএম দলের প্রতিষ্ঠা করেন। কিন্তু সোমবার হঠাৎ করে দল তথা রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দলের তরফে একটা বিবৃতি জারি করে বলা হয়েছে, "আমাদের দলের সভাপতি কার্যকরী কমিটিকে বিবৃতি দিয়ে জানিয়েছেন তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অবস্থায় নেই। এমনকি, দলীয় সব পদ থেকে অব্যাহতিও চেয়েছেন তিনি। তাই তাঁর এই অনুরোধ গ্রহণ করে আলি ফয়জলকে আগামি দিনের জন্য অভিনন্দন জানানো হলো।"
যদিও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে তাঁর ফের গণসেবায় ফেরার পরিকল্পনা রয়েছে। বছর ৩৭-এর এই প্রাক্তন আইএএস ২০১০-এর ইউপিএসসি পরীক্ষায় মেধাতালিকার শীর্ষে ছিলেন। তারপর থেকে জম্মু-কাশ্মীর সরকারের বিশেষ সচিব পদে দায়িত্ব সামলাচ্ছিলেন।
কিন্তু ২০১৯-এর জানুয়ারিতে সেই পদ ছেড়ে রাজনীতিতে অভিষেক ঘটান। এবং রাজনৈতিক দল তৈরি করেন। তাঁর মূল প্রতিবাদ ছিল, কাশ্মীরিদের ওপর দমনপীড়ন এবং ভারতীয় মুসলিমদের ওপর আগ্রাসন।