This Article is From Jul 25, 2019

তাক্ষণিক “তিন তালাক” রোধে বিল পাশ লোকসভায়, ওয়াকআউট বিরোধীদের

বিলটি পেশ করে কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, বিলটি লিঙ্গসাম্যতা সম্পর্কিত।

নয়াদিল্লি:

তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করতে আনা কেন্দ্রীয় সরকারের বৃহস্পতিবার পাশ হয়ে গেল লোকসভায়। দীর্ঘদিন এই বিলটি নিয়ে সরকার-বিরোধী লড়াই চলছিল। এদিনও ওয়াকআউট করে এডিএর জোট শরিক জনতা দল ইউনাইটেড। তাদের যুক্তি, এই ধরণের একটি আইন “সমাজে বিশ্বাসের ঘাটতি” তৈরি করবে। ভোটের পরে ওয়াকআউট করে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস।  এবার বিলটি যাবে রাজ্যসভায়। তথ্য জানার অধিকার আইন, সংশোধন বিলের ক্ষেত্রে সরকারের পাশে থাকা বেশীরভাগ দলই জানিয়ে দিল, এই বিলের বিরুদ্ধে তারা। নবীন পট্টনায়েকের বিজু জনতা দল এবং অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস জানিয়ে দিয়েছে, রাজ্যসভায় এই বিলের বিরোধিতা করবে।

নতুন আইনি বলা হয়েছে, কোনও মুসলিম ব্যক্তি স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক দিলে, অর্থাৎ তিনবা তালাক শব্দটি উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদ চাইলে, তাঁকে কারাবাস দেওয়া হবে। এই আইনের বিরোধিতা করে বিরোধীরা। বিলটি নিয়ে আরও পর্যালোচনা করার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানায় তারা।সরকারের তরফে বলা হয়, লিঙ্গ সাম্যতার জন্য বিলটির প্রয়োজনীয়তা রয়েছে। কেন্দ্রীয়মন্ত্রী বলেন, একটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন আদর্শ, “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস”-এর সঙ্গে যুক্ত।

বিলটি পেশ করে কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, এটি লিঙ্গ সামত্য বিষয়ক। তাঁর কথায়, “বিশ্বের ২০টি মুসলিম দেশ, পাকিস্তান, মালয়েশিয়াও তিন তালাক নিষিদ্ধ করেছে। ধর্মনিরপেক্ষ ভারত কেন পারবে না ? যখন হিন্দু বা মুসলিম, কেউই গার্হস্থ্য হিংসা এবং পণপ্রথার জন্য কারও কারাবাস হলে, কেউই তার বিরোধিতা করবে না”।

বিলটিকে দ্রুত পাশ করানো সরকারের চেষ্টার বিরোধিতা করে বিরোধীরা। বৃহস্পতিবার কংগ্রেসের মুখ্যসচেতক কে সুরেশ লোকসভায় অভিযোগ করেন, বিলটির পটভূমিকা “গোপন” রেখেছে সরকার।

বিলটিকে দ্রুত পাশ করানো সরকারের চেষ্টার বিরোধিতা করে বিরোধীরা। বৃহস্পতিবার কংগ্রেসের মুখ্যসচেতক কে সুরেশ লোকসভায় অভিযোগ করেন, বিলটির পটভূমিকা “গোপন” রেখেছে সরকার। সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, “গতকাল রাতে, আজকের তালিকায় তারা তিন তালাক বিলটিকে রাখে এবং বিরোধীদের না জানিয়েই, ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল বিল এবং ডিএনএ প্রযুক্তি রেগুলেশন বিল স্থগিত রাখে।কেন তারা এটা গোপন রাখছে, এবং রাতে কর্মসূচী ঠিক করছে”?

.