This Article is From Jul 02, 2020

শীঘ্রই চালু হতে চলেছে ৯০ টি স্পেশাল ট্রেন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

১২ মে থেকে ৩০ টি স্পেশাল রাজধানী এক্সপ্রেস চালু করেছে ভারতীয় রেল, ১ জুন থেকে সেই সংখ্যা বৃদ্ধি করে মেল ও এক্সপ্রেস সহ ২০০ টি ট্রেন চালু করছে ভারতীয় রেল

শীঘ্রই চালু হতে চলেছে ৯০ টি স্পেশাল ট্রেন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

রেল যাত্রার জন্য ভারতীয় রেলের জারি করা নির্দেশিকা জেনে নিন (ছবি: প্রতীকাত্মক)

ভারতীয় রেল শীঘ্রই ৪৫ জোড়া অর্থাৎ ৯০ টি স্পেশাল ট্রেন পুনরায় চালু করার সিদ্ধান্ত নিচ্ছে।এর মঞ্জুরি চেয়ে ইতিমধ্যে রেল সরকারের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র দফতরে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই এই ট্রান গুলি চালু হতে শুরু করবে। এই ট্রেন গুলিতে আগামী ১২০ দিন পর্যন্ত যাত্রা করার অগ্রিম টিকিট বুকিং করা যাবে।একই সঙ্গে এই ট্রেন গুলিতে কোটা হিসাবে কিছু আসন সংরক্ষিতও থাকবে।অর্থাৎ এই ট্রেন গুলিতে তৎকালে টিকিট কাটার সুবিধা থাকবে বলে জানা যাচ্ছে। তবে এই স্পেশাল ট্রেনে যাত্রা করার জন্য, করোনা আবহে ভারতীয় রেলের তরফ থেকে যে গাইড লাইন দেওয়া হয়েছে, তা অবশ্যই মেনে চলতে হবে।

এর আগে, ১২ মে থেকে ৩০ টি স্পেশাল রাজধানী এক্সপ্রেস চালু করেছে ভারতীয় রেল, ১ জুন থেকে সেই সংখ্যা বৃদ্ধি করে মেল ও এক্সপ্রেস সহ ২০০ টি ট্রেন চালু করছে ভারতীয় রেল।সূত্র অনুসারে যে ৯০ টি ট্রেন ভারতীয় রেল চালু করার কথা ভাবছে তার তালিকা নিম্নে দেওয়া হল:

নিম্নে দেওয়া হল ট্রেনের তালিকা-

১. নয়াদিল্লি-অমৃতসর - শান এ পাঞ্জাব এক্সপ্রেস
২. দিল্লি - ফিরোজপুর - এন্টারসিটি
৩.কোটা-দেরাদুন-নন্দা দেবী এক্সপ্রেস
৪.জবলপুর - আজমির - দয়োদয় এক্সপ্রেস
৫.প্রয়াগরাজ-জয়পুর এক্সপ্রেস
৬. গোয়ালিয়র-মান্দুয়াডিহ-বুন্দেলখণ্ড এক্সপ্রেস
৭. গোরক্ষপুর-সেকান্দারবাদ এক্সপ্রেস
৮. পাটনা - সেকান্দারবাদ
৯. গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস
১০. ডিব্রুগড় - অমৃতসর
১১. যোধপুর - দিল্লি
১২. কামাখ্যা - দিল্লি
১৩. ডিব্রুগড় - নয়াদিল্লি স্পেশাল রাজধানী এক্সপ্রেস
১৪. ডিব্রুগড় - লালগড়
১৫. ভাস্কো-পাটনা এক্সপ্রেস
১৬. দিল্লি সরাই রোহিলি-পোরবন্দর এক্সপ্রেস
১৭. মোজাফফরপুর-পোরবন্দর এক্সপ্রেস
১৮. ভোদোদর বারাণসী মহামান এক্সপ্রেস
১৯. উধনা-দানাপুর এক্সপ্রেস
২০. সুরত-মুজাফফরপুর এক্সপ্রেস
২১. ভাগলপুর-সুরত এক্সপ্রেস
২২. ভলসাদ-হরিদ্বার এক্সপ্রেস
২৩. ভলসাদ - মুজাফফরপুর শ্রমিক এক্সপ্রেস
২৪. গোরক্ষপুর - দিল্লি হামসফার এক্সপ্রেস
২৫. দিল্লি-ভাগলপুর বিক্রমশিলা এক্সপ্রেস
২৬. যশবন্তপুর-বিকানের এক্সপ্রেস
২৭. জয়পুর-মহীশুর এক্সপ্রেস
২৮. উদয়পুর-হরিদ্বার এক্সপ্রেস
২৯. হাবিবগঞ্জ - নয়াদিল্লি এক্সপ্রেস
৩০. লখনউ - নয়াদিল্লি এক্সপ্রেস
৩১. নয়াদিল্লি-অমৃতসর এক্সপ্রেস
৩২. ইন্দোর-নয়াদিল্লি এক্সপ্রেস
৩৩. আগরতলা-দেওঘর এক্সপ্রেস
৩৪. মধুপুর-দিল্লি এক্সপ্রেস
৩৫. যশবন্তপুর - ভাগলপুর আং এক্সপ্রেস
৩৬. মহীশূর সোলাপুর গোলগুমবাজ এক্সপ্রেস
৩৭. কানপুর আনোয়ার গঞ্জ- গোরক্ষপুর চৌড়ি-চৌড়া এক্সপ্রেস
৩৮. বেনারস-লখনউ কৃষক এক্সপ্রেস
৩৯. মোজাফফপুর- আনন্দ বিহার গরিব রথ এক্সপ্রেস
৪০. দিল্লির সম্প্রসারণ - গাজীপুর সিটি 

VIDEO: রেল যাত্রার জন্য ভারতীয় রেলের জারি করা নির্দেশিকা জেনে নিন

.