This Article is From Mar 01, 2019

“পাকিস্তানের থেকে কোনওরকম প্ররোচনার জবাব দিতে তৈরি ছিলাম আমরা ”: বাহিনীর যৌথ বিবৃতি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, শান্তির বার্তা হিসেবে অভিনন্দন বার্তমান কে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করার পর বিকেল ৫ টা থেকে ২ ঘন্টা পিছিয়ে যায় বিবৃতি।

“পাকিস্তানের থেকে কোনওরকম প্ররোচনার জবাব দিতে তৈরি ছিলাম আমরা ”: বাহিনীর যৌথ বিবৃতি

চরম প্রত্যাঘাতের জন্য তৈরি সশ্বস্ত্র বাহিনী

নিউ দিল্লি:

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে প্রথম যৌথ বিবৃতিতে সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনার তরফে যৌথ বিবৃতি দিয়ে বলা হল, পাকিস্তানের থেকে যে কোনওরকম প্ররোচনার জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ছিল তারা। মেজর জেনারেল সুরেন্দ্র সিং মহল বলেন, “আমাদের সেনাবাহিনীকে টার্গেট করেছে পাকিস্তান। তারা উত্তেজনা তৈরি করেছে। তারা যদি আমাদের আরও প্ররোচনা দেয়, আমরা চরম প্রত্যাঘাতের জন্য তৈরি”।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, শান্তির বার্তা হিসেবে অভিনন্দন বার্তমান কে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করার পর বিকেল ৫ টা থেকে ২ ঘন্টা পিছিয়ে যায় বিবৃতি।

মেজর জেনারেল সংবাদমাধ্যমকে বলেন, বুধবার জম্মু কাশ্মীরের একটি ব্রিগেড হেডকোয়ার্টার, একটি ব্যাটেলিয়ন হেডকোয়ার্টার এবং একটি লজিসটিক্স ইনস্টলেশনকে টার্গেট করেছিল পাকিস্তান।

আগামিকাল ছাড়া হবে ভারতীয় বায়ুসেনার পাইলটকে, পাক-সংসদে জানালেন ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, শান্তির বার্তা হিসেবে অভিনন্দন বার্তমান কে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করার পর বিকেল ৫ টা থেকে ২ ঘন্টা পিছিয়ে যায় বিবৃতি।

বিষয়টিকে তিনি একটি সদিচ্ছার পদক্ষেপ হিসাবে দেখছেন কিনা, তার জবাবে এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর বলেন, “জেনিভা সম্মেলনের চুক্তি মাথায় রেখেই করা হয়েছে”।

পাকিস্তানের সঙ্গে কোনও সমঝোতা নয় আমরা পাইলটকে ফেরত চাই: সরকারি সূত্র

তিনি বলেন, “আমরা খুবই আনন্দিত যে উইং কম্যান্ডার ফিরে আসেন।একবার তিনি ভালভাবে ফিরে আসুক, তারপর পাকিস্তান এবং ইমরান খানের বক্তব্যের জবাব দেব আমরা”।

এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধকে উৎসাহ দেওয়ার প্রমাণ রয়েছে।

তিনি বলেন, “পাকিস্তানের রয়েছে F-16, এবং  JF-17 এবং সম্ভবত মিরাজ”।

মিশাইলের অংশ প্রমাণ হিসাবে সংবাদমাধ্যমে দেখানো হয়েছে।

.