This Article is From Feb 28, 2019

পাকিস্তানের সঙ্গে কোনও সমঝোতা নয় আমরা পাইলটকে ফেরত চাই: সরকারি সূত্র

পাশাপাশি তাঁর মাধ্যমে ইসলামাবাদের কাছে  দিল্লি  ওই পাইলটকে দ্রুত ভারতে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন

পাকিস্তানের সঙ্গে কোনও সমঝোতা নয় আমরা পাইলটকে ফেরত চাই: সরকারি সূত্র

হাইলাইটস

  • পাকিস্তানের সঙ্গে কোনও সমঝোতা নয় আমরা পাইলটকে ফেরত চাইঃকেন্দ্র
  • কূটনৈতিক চ্যানেল দিয়েও বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই
  • রাষ্ট্রদূত মারফৎ বিষয়টি পাকিস্তানকে জানিয়েছে দিল্লি
নিউ দিল্লি:

পাকিস্তানের সঙ্গে কোনও সমঝোতা নয় আমরা পাইলটকে ফেরত চাই। সরকারি সূত্র মারফৎ পাকিস্তানে হাতে  বন্দি পাইলট  সম্পর্কে এ কথাই বলা হয়েছে। সমঝোতা করার পক্রিয়া অভিপ্রায় না থাকায় কূটনৈতিক চ্যানেল দিয়েও বিষয়টিকে এগিয়ে  নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই। এর আগে পাকিস্তানের রাষ্ট্রদূতকে এ সংক্রান্ত তথ্য  তুলে  দেওয়া  হয়েছে।

সাইন বোর্ডে করাচি কেন? বেঙ্গালুরুতে ‘করাচি বেকারি' উড়িয়ে দেওয়ার হুমকি ফোন!

পাশাপাশি তাঁর মাধ্যমে ইসলামাবাদের কাছে  দিল্লি  ওই পাইলটকে দ্রুত ভারতে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন। 

এদিকে, ভারত  এবং আমেরিকার মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক  উত্তেজনার মধ্যে জইশ- ই- মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজাহারকে  রাষ্ট্রসঙ্ঘ ঘোষিত জঙ্গি ঘোষণার দাবি আরও জোরাল হয়েছে ।  আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে  ফ্রান্সও এবার এই দাবি জানাল। মানে মাসুদ আজাহারকে যাতে এউ তকমা  দেওয়া না হয় তার জন্য  সওয়াল করে আসা চিন  নতুন করে চাপে পড়ল। আমেরিকা  সহ তিনটি দেশ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে নতুন করে নিজেদের  আবেদন জমা দিয়েছে।  

.