This Article is From Apr 15, 2020

‘কিঁউ কি’ লকডাউন! তুলসিও চান না ঘরে কেউ আসুক, দেখুন ভিডিও

ভিডিও দেখে খুশি স্মৃতি ইরানিও। তিনিও ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘‘শাশুড়ি হোন বা বউমা, ঘরেই থাকুন এবং নিজের প্রিয়জনদের সুরক্ষিত রাখুন।’’

‘কিঁউ কি’ লকডাউন! তুলসিও চান না ঘরে কেউ আসুক, দেখুন ভিডিও

সেই বিখ্যাত ভিডিওকেই নতুন ভাবে ব্যবহার করল মুম্বইয়ের পুরসভা।

ফিরে এলেন ‘তুলসি' (Tulsi)। একদা ‘কিঁউ কি সাস ভি বহু থি' (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi ) ধারাবাহিকের দৌলতে ‘তুলসি'-র চরিত্রে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) একদা ঢুকে পড়েছিলেন আপামর ভারতীয়দের ড্রইংরুমে। এক দশক আগে শেষ হয়ে যাওয়া এই ধারাবাহিকের চরিত্র তুলসি ভিরানিকে ভারতীয় দর্শকরা যে ভোলেননি তার প্রমাণ মিলল আবার। এবার সেই জনপ্রিয় ধারাবাহিকের শুরুর গানের একটি ক্লিপ ব্যবহার করতে দেখা গেল বৃহন্মুম্বই পুরসভাকে। ধারাবাহিকের গানে তুলসি সকলকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতেন গানটির সময়। কিন্তু ২০২০ সালে দেখা গেল তুলসি দরজা বন্ধ করে দিচ্ছেন। আসলে দেশজুড়ে চলছে লকডাউন। সেই সময়ে এভাবেই ভিডিওটিকে ব্যবহার করা হল। এবার উল্টোদিক থেকে। তাই দেখা যাচ্ছে, তুলসি নমস্কার করে সবাইকে সম্ভাষণ জানানোর পরেই দরজা বন্ধ হয়ে যাচ্ছে।

মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছিলেন, দেশব্যাপী লকডাউনের মেয়াদ বাড়ছে ৩ মে পর্যন্ত। এই সময়কালের মধ্যে সকলকে নিজেদের বাড়িতেই বন্দি থাকতে বলা হচ্ছে। সামাজিক দূরত্ব মেনে ও খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে পা না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

ভিডিও পোস্ট করার সময় ক্যাপশনে লেখা হয় ‘‘কিঁউ কি সাস ভি কভি বহু থি। উনি অতিথিদের জন্য ঘরে প্রবেশের দরজা খুলতে প্রত্যাখ্যান করছেন। লকডাউনের সময় পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য।''

ভিডিওটি এখনও পর্যন্ত ১৭,০০০ বার দেখা হয়েছে। এমন সৃষ্টিশীল মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। 
ভিডিও দেখে খুশি স্মৃতি ইরানিও। তিনিও ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘‘শাশুড়ি হোন বা বউমা, ঘরেই থাকুন এবং নিজের প্রিয়জনদের সুরক্ষিত রাখুন।''

আপনার কী মনে হচ্ছে ভিডিওটি দেখে? নীচে কমেন্ট বিভাগে জানাতে পারেন।

Click for more trending news


.