This Article is From Jul 24, 2018

স্নাতকস্তরের জন্য 9'টি স্কলারশিপ এবং 2' টি নতুন পুরস্কার চালু করল আইআইটি খড়গপুর

স্নাতকস্তরের পড়ুয়াদের জন্য বহু নতুন পুরস্কার এবং স্কলারশিপের কথা  আজ  ঘোষণা করল আইআইটি খড়গপুর। 

স্নাতকস্তরের জন্য 9'টি স্কলারশিপ এবং 2' টি নতুন পুরস্কার চালু করল আইআইটি খড়গপুর

অ্যালামনি অনুদানের থেকে একটি বৃত্তি চালু করে তার থেকেও স্নাতকস্তরের পড়ুয়াদের গবেষণার খরচ যোগানো হবে।

কলকাতা:

স্নাতকস্তরের পড়ুয়াদের জন্য বহু নতুন পুরস্কার এবং স্কলারশিপের কথা  আজ  ঘোষণা করল আইআইটি খড়গপুর। শিক্ষা এবং গবেষণার জন্যই দেওয়া হবে এই পুরস্কার এবং স্কলারশিপগুলি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজ একটি বিবৃতি দিয়ে জানানো হয়, স্নাতকস্তরের পড়ুয়াদের জন্য ন'টি নতুন স্কলারশিপ এবং দুটি পুরস্কার চালু করা হল। পুরস্কার এবংস্কলারশিপ এই মাস থেকেই দেওয়া শুরু হবে। 

খড়গপুর আইআইটির ডিন সুব্রত চট্টোপাধ্যায় বলেন, এই মুহূর্তে যে স্কলারশিপগুলি দেওয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেই স্কলারশিপ  পাওয়ার মতো আর্থিক দুর্বলতা রয়েছে যাদের, তাদের থেকে সামান্য বেশি সবল কিন্তু বৃহত্তর প্রেক্ষিতের দিক দিয়ে দেখতে গেলে একইরকম আর্থিক দুর্বল এমন অনেকেই স্কলারশিপটা পেত না। 

তিনি বলেন, এই মুহূর্তে জীবনযাত্রার খরচ যেভাবে বেড়ে গিয়েছে, তা থেকে পড়ুয়ারাও নিজেদের দূরে রাখতে পারে না। সেই কারণেই বিভিন্ন ধরনের  স্কলারশিপের জন্য সারা বছরে পরিবারের আয় 10 লক্ষ টাকা এবং 15 লক্ষ টাকা করে দেওয়া হল বলে তিনি জানান।

এই মুহূর্তে বাজারে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলে সহজেই বোঝা যায় কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে জীবনযাত্রার খরচ। ওই কথা ভেবেই "আমরা পরিবারের রোজগারের সীমাটাবাড়িয়ে বছরে  10 লক্ষ এবং  15 লক্ষ  করে দিয়েছি বছরে, ভিন্ন ভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে এই সীমাগুলি প্রযোজ্য হবে'। একটি বিবৃতি দিয়ে বলেন তিনি।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, অ্যালামনি অনুদানের থেকে একটি বৃত্তি চালু করে তার থেকেও স্নাতকস্তরের পড়ুয়াদের গবেষণার খরচ যোগানো হবে।

 

.