This Article is From Aug 06, 2019

‘‘জম্মু ও কাশ্মীর বললে আমি পাক অধিকৃত কাশ্মীরও বুঝি’’: বিরোধীদের জানালেন অমিত শাহ

Kashmir Article 370: অমিত শাহ বলেন, ‘‘কাশ্মীরের সীমার মধ্যে পাক অধিকৃত কাশ্মীরও রয়েছে... এর জন্য প্রাণও দিতে পারি।’’

Article 370 Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে লোকসভায় বক্তব্য পেশ অমিত শাহর।

হাইলাইটস

  • মঙ্গলবার লোকসভায় জম্মু ও কাশ্মীর নিয়ে বক্তব্য রাখেন অমিত শাহ
  • তাঁর বক্তব্যের বিরোধিতা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী
  • অমিতও পাল্টা উত্তর দেন অভিযোগের
নয়াদিল্লি:

জম্মু ও কাশ্মীর (J&K) ভারতেরই অপরিহার্য অংশ এবং এর মধ্যে রয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)। মঙ্গলবার লোকসভায় (Lok Sabha) একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit Shah)। সোমবারই জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে রাজ্যকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন বিরোধীদের ক্ষোভ প্রদর্শনের মুখে পড়তে হয় অমিত শাহকে। তখনই তিনি জানান, ‘‘এটা কোনও রাজনৈতিক পদক্ষেপ নয়। সংসদের পূর্ণ ক্ষমতা রয়েছে দেশের জন্য আইন প্রণয়ন করার। ভারতের সংবিধান এবং জম্মু ও কাশ্মীরের সংবিধানে এমন করার সম্মতি রয়েছে।'' তিনি আরও জানান, ‘‘কাশ্মীর ভারতের অখণ্ড অংশ। আমি এটা সম্পূর্ণ পরিষ্কার করে দিতে চাই যে যখনই আমরা জম্মু ও কাশ্মীর বলি, তার মধ্যে পাক-অধিকৃত কাশ্মীরও পড়ে (গিলগিট-বালটিস্তান সহ) এবং আকসাই চিনও পড়ে। এ নিয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয়। সমগ্র জম্মু ও কাশ্মীর হল ভারতের অখণ্ড অংশ।''

অমিতের বক্তব্যের বিরোধিতা করেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি অভিযোগ তোলেন, জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে সরকার আইন লঙ্ঘন করছে। তিনি অভিযোগ করেন, এটা অভ্যন্তরীণ বিষয় নয়।

৩৭০ ধারা রদের "বিপজ্জনক পরিণতি" সম্পর্কে সতর্ক করলেন ওমর আবদুল্লা

সোনিয়া গান্ধির পাশে বসে থাকা অধীর বলেন, ‘‘আমি মনে করি না আপনারা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভাবছেন। আপনারা সমস্ত আইন লঙ্ঘন করছেন এবং একটা রাজ্যকে রাতারাতি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করছেন।''

তিনি আরও বলেন, ‘‘আমি জানতে চাই। আপনি বলছেন, এটা অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু এটা ১৯৪৮ সাল থেকে বিষয়টি নজরাধীন রাষ্ট্রসঙ্ঘের। এটা অভ্যন্তরীণ ব্যাপার? আমরা সিমলা চুক্তি এবং লাহোর ঘোষণায় সই করেছিলাম, সেটা কি অভ্যন্তরীণ বিষয় ছিল, নাকি দ্বিপাক্ষিক? জম্মু ও কাশ্মীর কী করে অভ্যন্তরীণ বিষয় হতে পারে, যদি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক চুক্তিগুলির প্রসঙ্গ আসে?''

“ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়েছে সংবিধানকে” বললেন ডেরেক ও ব্রায়েন

এরপর অধীর বলেন, ‘‘আমি আপনার দ্বারা আলোকপ্রাপ্ত হতে চাই। কংগ্রেস আলোকপ্রাপ্ত হতে চায়। এটা একটা মৌলিক প্রশ্ন।''

অমিত শাহ এরপর অধীরকে বলেন, ‘‘কাশ্মীরের সীমার মধ্যে পাক অধিকৃত কাশ্মীরও রয়েছে... এর জন্য প্রাণও দিতে পারি।''

অমিত শাহ এই বিষয়ে কংগ্রেসের মতানৈক্যর প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, আগে কংগ্রেস ঠিক করুক তারা এই সিদ্ধান্তের পক্ষে না বিপক্ষে।

সোমবার রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করার বিল পেশ করে বিজেপি। সরকার সেখানে সংখ্যালঘু হলেও বিরোধীদের একাংশ ওয়াক আউট করে। অনেকে সমর্থন জানায় সরকারকে। তারা হল মায়াবতীর বহুজন সমাজ পার্টি, নবীন পট্টনায়েকের বিজু জনতা দন, জগন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস, চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

কিন্তু কংগ্রেসের একাংশ সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও অনেক কংগ্রেস নেতা আবার সমর্থনও করেছেন।

মঙ্গলবার সকালে সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির সঙ্গে কংগ্রেস সাংসদদের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়, কংগ্রেস এই বিলের বিরোধিতা করবে।

.