This Article is From Aug 05, 2019

৩৭০ ধারা রদের "বিপজ্জনক পরিণতি" সম্পর্কে সতর্ক করলেন ওমর আবদুল্লা

Article 370 Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সরকারের এই সিদ্ধান্তকে জনগণের সঙ্গে "বিশ্বাসঘাতকতা" বলে উল্লেখ করেন

৩৭০ ধারা রদের

Article 370 Jammu and Kashmir: যে সব নেতাদের গৃহবন্দি করে রাখা রয়েছে তাঁদের মধ্যে অন্যতম ওমর আবদুল্লা

শ্রীনগর:

জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) উপর থেকে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)।  সরকারের এই সিদ্ধান্তকে জনগণের সঙ্গে "বিশ্বাসঘাতকতা" বলে উল্লেখ করলেন তিনি। পাশাপাশি তিনি একথাও বলেন যে কেন্দ্রের এই পদক্ষেপের মাধ্যমে আসলে সরকারের "আগ্রাসন" নীতিরই প্রতিফলন বোঝা যায়। জম্মু ও কাশ্মীরকে (Jammu and Kashmir) বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা (Article 370) বাতিলের কথা সোমবার সংসদের দাঁড়িয়ে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার সকালেই তাঁর বাসভবনে মন্ত্রিসভার একটি বৈঠক করেন। তারপরেই ৩৭০ ধারা বাতিলের ঘোষণা হয়। জম্মু ও কাশ্মীরকে "পুনর্গঠন" করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীর এখন থেকে আর রাজ্য নয় এটি কেন্দ্রশাসিত অঞ্চল।

“ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়েছে সংবিধানকে” বললেন ডেরেক ও ব্রায়েন

পাশাপাশি লাদাখকেও কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিধানসভা ছাড়াই একটি স্বতন্ত্র কেন্দ্রশাসিত অঞ্চল হবে লাদাখ আর জম্মু ও কাশ্মীরকেও (Jammu & Kashmir) কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করলেও সেখানে বিধানসভা থাকবে।

রবিরার রাত থেকে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা (Omar Abdullah) সহ জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকজন নেতাকে গৃহবন্দি করা রাখা হয়েছে।

"১৯৪৭ সালের পর থেকে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) জনগণ ভারতের উপর যে আস্থা রেখেছিল, ভারত সরকার এই একতরফা এবম অত্যন্ত খারাপ এই সিদ্ধান্ত নিয়ে তাঁদের সঙ্গে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা করেছে। সিদ্ধান্তগুলির পরিণতি সুদূরপ্রসারী এবং বিপজ্জনক। গতকাল (রবিবার) শ্রীনগরে সর্বদলীয় বৈঠক করে যেভাবে সকলকে সতর্ক করে দেওয়া হয়েছিল, তা রাজ্যের মানুষের বিরুদ্ধে কেন্দ্রের আগ্রাসনেরই নমুনা", বিবৃতি দেন ওমর আবদুল্লা।

‘‘অশুভ'': ৩৭০ ধারা বাতিলের পর কেন্দ্রের নিন্দায় মেহবুবা মুফতি

জম্মু ও কাশ্মীরের তিনজন বিশিষ্ট রাজনীতিবিদ মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা (Omar Abdullah) এবং সাজাদ লোনকে রবিবার মধ্যরাতের পর থেকে গৃহবন্দি করে রাখা হয়। এদিকে সরকারের পরামর্শ মেনে অমরনাথ তীর্থযাত্রী এবং পর্যটকরা অবিলম্বে কাশ্মীর ছাড়ছেন।

মেহবুবা মুফতি ৫ অগাস্ট অর্থাৎ সোমবারকে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে কালো দিন বলে উল্লেখ করেন।

জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) বিশেষ মর্যাদা রক্ষার জন্য উপত্যকার রাজনৈতিক নেতারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে আসছিলেন এতদিন ধরে।

.