ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিন প্রোপোজ দিবস
হাইলাইটস
- আপনিও হয়তো অনেক দিন ধরেই কাউকে মনের কথা বলতে চাইছেন কিন্তু পারছেন না
- প্রোপোজ ডে কিন্তু আপনার জন্য পারফেক্ট দিন
- এই দিনে প্রেমিক-প্রেমিকারা নিজেদের ভালবাসার উদযাপনে মেতে ওঠেন
‘ভ্যালেন্টাইন সপ্তাহ' শুরু হয়ে গিয়েছে। ৮ ফেব্রুয়ারি প্রোপোজ ডে। ঠিক রোজ ডে পরের দিনই এই দিনটি আসে। এ দিনই প্রেমিক-প্রেমিকারা নিজেদের মনের কথা সঙ্গীর কাছে ব্যক্ত করেন। এ বছরে দিনটি পড়েছে শুক্রবার। আপনিও হয়তো অনেক দিন ধরেই কাউকে মনের কথা বলতে চাইছেন কিন্তু পারছেন না। তা হলে প্রোপোজ ডে কিন্তু আপনার জন্য পারফেক্ট দিন। ভ্যালেন্টাইন সপ্তাহের এই দিনে প্রেমিক-প্রেমিকারা নিজেদের ভালবাসার উদযাপনে মেতে ওঠেন। কেউ কেউ নিজের সঙ্গীকে জানান তিনি কতটা স্পেশ্যাল। তবে এই কঠিন কাজ আপনাদের জন্য সহজ করতে আমরা নিয়ে এসেছি বেশ কিছু প্রপোজ ডে'র কোট। যা দিয়ে আপনি সহজেই নিজের মনের কথা প্রকাশ করে ফেলতে পারবেন।
Valentine's Day 2019: প্রেম দিবসে বান্ধবীর মুখে হাসি ফোটাতে পারেন এই সাতটি উপহার দিয়ে
দেখুন সেই সব ছবি ও শুভেচ্ছা বার্তা:
‘আমার সব ভালোবাসা তোমার জন্য
আমার প্রতিজ্ঞা, আজীবন তোমার সঙ্গেই থাকব
আমি তোমার হয়ে থাকবো
শুভ প্রোপোজ দিবস, আমার মিষ্টি ভ্যালেন্টাইন।'
‘এ বিশ্বে অনেকগুলো প্রেমের গল্প রয়েছে। তবে আমাদেরটাই সব থেকে মিষ্টি। কারণ এই প্রেমের গল্পে তুমি আছো। তুমি আমার সঙ্গে আজন্ম এমনভাবে থাকবে তো?'
‘আজ ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিন আকাশে বাতাসে শুধু ভালোবাসা। আর আমার জীবনে শুধু তুমি। প্রোপোজ দিবসের শুভেচ্ছা।'
‘তোমাকে ঘিরে থাকাতেই আমার আনন্দ। তোমার চোখে আমার সত্যিকারের ভালোবাসা। প্রোপোজ দিবসের শুভেচ্ছা।'
অফিস ডেস্ক সাজান মানি প্ল্যান্ট দিয়ে, বেছে কিনে নিন এই ৫ টি গাছ
‘আমরা জানি না ভালোবাসা কখন এসে আমাদের হাত ছুঁয়ে যাবে, কিন্তু আমি ভালোবাসাকে খুঁজে পেয়েছি তোমার মধ্যে। তুমি চারপাশে থাকলে পৃথিবীটা বদলে যায়। এই প্রোপোজ দিবসে তোমায় শুধোই, এমনই থাকবে তো আজীবন?'
‘তোমার সঙ্গে থাকতে চাই আমি। তোমাকে ছাড়া বাঁচতে পারব না আমি। আমার জীবনে সব সময় থেকো। অনেক ভালোবাসা।'
‘কবিতা নয়। কোনও জারিজুরি শব্দ নয়, শুধু আমার অন্তরের অনুভূতি তোমার জন্য। ভালোবাসা নিয়ো। শুভ প্রোপোজ দিবস।'
‘তোমার যখন খুব মন খারাপ, হাসি হবো আমি। তোমার যখন শরীর খারাপ, ওষুধ হব আমি। শুভেচ্ছা আর ভালোবাসা।'
‘জীবনের পথে পথে চড়াই-উৎরাই রয়েছে। কিন্তু এই পথে যদি তোমার হাত ধরে এগোতে পারি, তবে সব রাস্তাযই আমার কাছে মসৃণ। প্রোপোজ দিবসের শুভেচ্ছা।'
আপনার ভ্যালেন্টাইন্স সপ্তাহের পরিকল্পনা কি? নীচের মন্তব্য বক্সে লিখে আমাদের জানান।
আরও খবর দেখুন এখানে
Click for more
trending news