This Article is From Nov 01, 2018

পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুকস্টোরে আয়োজিত হল মজাদার হ্যালউইন-সন্ধ্যা

বছরের এই সময়টায় গোটা বিশ্বেই হ্যালুইন নিয়ে উত্তেজনা তুঙ্গে থাকে মানুষের মধ্যে। পিছিয়ে নেই এই শহরও।

পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুকস্টোরে আয়োজিত হল মজাদার হ্যালউইন-সন্ধ্যা

প্রতি বছর 31 অক্টোবর উদযাপন করা হয় হ্যালুইন।

কলকাতা:

বছরের এই সময়টায় গোটা বিশ্বেই হ্যালউইন নিয়ে উত্তেজনা তুঙ্গে থাকে মানুষের মধ্যে। পিছিয়ে নেই এই শহরও। পুস্তক প্রেমিকদের একটি সংগঠন বুধবার পার্ক স্ট্রিটে আয়োজন করল হ্যালুইন উপলক্ষে এমনই একটি অনুষ্ঠানের।

যেখানে কচিকাঁচারা জোম্বি থেকে শুরু করে ড্রাকুলা অবধি সেজে এসেছিল । "আমি কলকাতায় আমার এক আত্মীয়ের বাড়ি এসেছি। গড়িয়াহাট থেকে এসেছি হ্যালউইনের এই অনুষ্ঠানে যোগ  দিতে। অসম্ভব ভালোলাগছে", সেন্ট ক্যারে স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র নায়াব সুহেলের অকপট স্বীকারোক্তি। শতবর্ষ প্রাচীন অক্সফোর্ড বুকস্টোরে আয়োজিত হল এই ইভেন্টটি। যার পোশাকি নাম- হেল'ও'ইন।

নায়াব সুহেল সেজেছিল একটি খরগোশ। প্রতি বছর 31 অক্টোবর উদযাপন করা হয় হ্যালউইন। মূলত পাশ্চাত্য সংস্কৃতির অংশ হলেও তা বহাল তবিয়তে এখন ঘাঁটি গেড়েছে বাঙালির মননেও। মানুষ অদ্ভুত সব জিনিস দিয়ে তাদের বাড়ি সাজায়। ভূতের ছবি দেখে। ভূতুড়ে বাড়িতে যায়। বনফায়ার করে। পার্টি করে। সব কিছুই এই দিনটিকে কেন্দ্র করে। 

"এই ইভেন্টটি ছোটদের জন্যই আয়োজন করা হয়েছে। যেহেতু যে কোনও উৎসবই তারাই সবথেকে বেশি উপভোগ করে", বলেন উদ্যোক্তারা।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.