
টুইটারে অধীর চৌধুরী খোঁচা দিলেন বিজেপিকে।
জঙ্গিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন কাশ্মীরের পুলিশ আধিকারিক দেবেন্দর সিং। কংগ্রেস নেতা অধীর চৌধুরী দেবেন্দরকে নিয়ে টুইট করে বিতর্কে জড়ালেন বিজেপির সঙ্গে। লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী টুইট করে প্রশ্ন তোলেন, যদি দেবেন্দর সিংহ শিখ না হয়ে মুসলিম হতেন তাহলে কী হত? তিনি দাবি করেন, সেক্ষেত্রে আরএসএস-এর ‘‘ট্রোল বাহিনী'' আরও হইচই করত। তিনি দাবি করেন, ‘‘দেশের শত্রুদের নিন্দা করতে হবে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে।''
এরই পাশাপাশি তিনি পরে আরও জানান, পুলওয়ামা হামলার পিছনে প্রধান কালপ্রিট কারা সে প্রশ্ন নিশ্চয়ই উঠবে।
Now question will certainly be arisen as to who were the real culprits behind the gruesome Pulwama incident, need a fresh look on it.
— Adhir Chowdhury (@adhirrcinc) January 14, 2020
(3/3)#DavindarSingh
অধীরকে আক্রমণ করেন কর্নাটকের বিজেপি সংগঠন। তাদের কটাক্ষ করে বর্ষীয়ান নেতা দাবি করেন, ‘‘আরএসএস-বিজেপি আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করার জন্য প্রবল চেষ্টা করছে।''
কর্নাটক বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধিকে চ্যালেঞ্জ করাকে কেন্দ্র করে কংগ্রেসকে ‘‘পাকিস্তানের প্রিয় বন্ধু'' বলে অভিহিত করেছে। পাশাপাশি অভিযোগ এনেছে, কংগ্রেস সেনাবাহিনীকে সাম্প্রদায়িক করার চেষ্টা করছে। তারা প্রশ্ন তোলে ‘‘হিন্দু সন্ত্রাস'' শব্দবন্ধ কাদের তৈরি।
What else can Indians expect from the leaders of Pakistan's "Best Friend", @INCIndia?
— BJP Karnataka (@BJP4Karnataka) January 14, 2020
Who communalised Armed Forces?
Who gave clean chit to Pakistani Terrorists on several occasions?
Who coined the term "Hindu Terror?
Dear @adhirrcinc, stop communalising and start working ! ! https://t.co/4HRaxN6B14
এদিকে বিজেপির সম্বিৎ পাত্রও কংগ্রেসকে আক্রমণ করেছেন। তিনি সংবাদ সংস্থা আইএএনএস-কে বলেন ‘‘প্রিয় কংগ্রেস, সনিয়া গান্ধি ও রাহুল গান্ধি, আপনাদের কি কোনও সন্দেহ রয়েছে পুলওয়ামা হামলা কারা করেছে? আমি আপনাদের চ্যালেঞ্জ করছি ক্যামেরার সামনে এসে জানান যে আপনারা ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দাবাহিনীকে বিশ্বাস করেন না।'' তিনি আরও বলেন, ‘‘এটা কোনও মুখ ফসকে বলে ফেলা কথা নয়। কংগ্রেস পাকিস্তানের ভাষায় কথা বলছে।''

গত সপ্তাহে কাশ্মীর পরিদর্শনে আসা বিদেশি প্রতিনিধি দলের দায়িত্বে ছিলেন দেবেন্দর। শনিবারই তিনি ধরা পড়লেন হিজবুল জঙ্গিদের সঙ্গে।
(তথ্যসূত্র: আইএএনএস)