This Article is From Jun 26, 2018

দুর্নীতির দায়ে 3 বছরের জেল হল প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিকের

2005 সালের ঘুষ মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রাক্তন ভারতীয় ফুটবলার এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ ভৌমিককে সোমবার বিশেষ সিবিআই আদালত তিন বছরের কারাদণ্ড দিল

দুর্নীতির দায়ে 3 বছরের জেল হল প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিকের

সিবিআই হেফাজতে ছিলেন তিনি

কলকাতা: 2005 সালের ঘুষ মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রাক্তন ভারতীয় ফুটবলার এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ ভৌমিককে সোমবার বিশেষ সিবিআই আদালত তিন বছরের কারাদণ্ড দিল।

সুভাষ ভৌমিককে 2 লক্ষ টাকা জরিমানাও করে আদালত। যদিও অসুস্থতার কারণে জামিন পেয়ে যান তিনি।

সেন্ট্রাল এক্সাইজের অ্যান্টি ইভেশন বিভাগে কাজ করা সুভাষ ভৌমিক 2005 সালের ডিসেম্বর মাসে দক্ষিণ কলকাতার ক্যালকাটা ক্লাবের কাছে একটি জায়গায় এক ব্যবসায়ীর কাছ থেকে 1,50,000 টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের গোয়েন্দাদের কাছে হাতেনাতে ধরা পড়ে যান।

ওই ব্যবসায়ী অভিযোগ করেন, সুভাষ ভৌমিক ওই ব্যবসায়ীর বাড়িতে ওই বছরের 30 নভেম্বরে যে আবগারি দফতরের হানা দেওয়ার কথা ছিল, তাতে সাহায্য করবেন বলে কথা দিয়েছিলেন। সিবিআইয়ের গোয়েন্দারা এই অভিযোগ পাওয়ার পরেই ফাঁদ পাতেন এবং সুভাষ ভৌমিককে পাকড়াও করেন।

ওই সময় তাঁকে সিবিআই হেফাজতে পাঠানো হয়েছিল।

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.